Site icon The News Nest

‘দেশ সবার আগে’, লাদাখ পরিস্থিতি মোকাবিলায় মোদীর ডাকা সর্বদলে থাকছেন মমতা

mamta 700x400 1

ওয়েব ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ডাকা বুধবারের বৈঠকে হাজির না হলেও চিনা আগ্রাসন মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার লাদাখ পরিস্থিতি নিয়ে ভিডিয়ো কনফারেন্সিংয়ে যোগ দেবেন মমতা। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। বৃহস্পতিবারই ওই বৈঠকের আমন্ত্রণপত্র পৌঁছেছে নবান্নে। 

আরও পড়ুন : দাঁড়ানোর গপ্পোই নেই, অর্ধেক সিট খালি রেখে গ্যালোপিং হিসাবে চালু হচ্ছে লোকাল ট্রেন?

বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে মমতা বলেন, ‘দেশ আগে, তারপর বাকি সব।’ সূত্রের খবর, ওই বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় পরামর্শও দিতে পারেন মমতা। 

বুধবার করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ডাকা বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বক্তার তালিকায় নাম না থাকায় যোগ দেননি তিনি। ওই সময় নবান্নে চিকিৎসকদের নিয়ে করোনা মোকাবিলার রণনীতি তৈরি করছিলেন মমতা। পরে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘বলতে না দেওয়ায় আমার কোনও রাগ নেই। আমরা তৃণমূল স্তরে করোনা মোকাবিলার পরিকল্পনা করছিলাম।’

আরও পড়ুন : চিনা জিনিস বয়কট করুন, শহিদ সেনাদের স্মৃতিতে মিছিলে হেঁটে ডাক লকেটের

Exit mobile version