Site icon The News Nest

ভুলে যাচ্ছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আপনি মনোনীত রাজ্যপাল: ধনখড়কে কড়া চিঠি মমতার

West bengal

কলকাতা: আর রেখেঢেকে না, এবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি দিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীর্ঘ পাঁচ পাতার চিঠি মুখ্যমন্ত্রী পাঠান রাজভবনে। সেখানে রীতিমতো চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আপনার বলার ভঙ্গি, শব্দচয়ন অসাংবিধানিক। আপনার নিজেকেই বিচার করা উচিত। আপনার মন্তব্য আমার অফিসকে অপমান করেছে, আমার মন্ত্রিসভাকে অপমান করেছে।’

জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই নবান্নের সঙ্গে রাজভবনের সঙ্ঘাত বাড়ছে। ফলে রাজ্যপাল ধনখড়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার মতান্তর এর আগেও একাধিক বার প্রকাশ্যে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধনখড়ের পূর্বসূরি কেশরীনাথ ত্রিপাঠীর মতান্তরও প্রকাশ্যে এসেছিল। কিন্তু বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি জগদীপ ধনখড়কে পাঠিয়েছেন, সে রকম চিঠি বেশ নজিরবিহীন। 

চিঠির শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আপনি ২০ এপ্রিল, ২০২০ তারিখে আমাকে যে চিঠি লিখেছিলেন, আমি ২১ এপ্রিল, ২০২০ সালে আপনাকে তার যে উত্তর দিয়েছিলাম এবং ২২ এপ্রিল, ২০২০ তারিখে সকাল ৭টা নাগাদ আবার আপনি আমাকে যে এসএমএস পাঠিয়েছিলেন, সেই সবের বিষয়েই এই চিঠি লিখছি।’’ এর পরে রাজ্যপালের ২২ তারিখের এসএমএসের গোটা বয়ানটাই নিজের চিঠিতে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই ভাষায় এসএমএস পাঠানো তাঁর উচিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

স্পষ্টতই তিনি লিখেছেন, ‘আমার ও মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন, কিন্তু আম্বেদকরের কথা অগ্রাহ্য করা আপনার উচিত নয়। আপনি বোধহয় ভুলে গিয়েছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আর আপনি মনোনীত রাজ্যপাল।’ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘যে রাজ্যের রাজ্যপাল আপনি, সেই রাজ্যের সরকারের প্রতি আক্রমণ করাটাই আপনার কাজ হয়ে উঠেছে।’

আরও পড়ুন:  ত্রুটিপূর্ণ টেস্ট কিট নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, বাংলাকে বদনামের অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে, তাঁর যে চিঠির উত্তরে রাজ্যপাল ওই এসএমএস পাঠিয়েছেন, আগে-পিছে কোনও কিছু না জেনে যদি কেউ ওই এসএমএস পড়েন, তা হলে তিনি ভাববেন যে তিনি (মুখ্যমন্ত্রী) যে চিঠি ২১ এপ্রিল রাজ্যপালকে পাঠিয়েছিলেন, সে চিঠিতে নিশ্চয়ই কোনও ‘অকথ্য এবং (অ)সাংবিধানিক পাপ’ ছিল অথবা কারও মনে হতে পারে ওই চিঠিতে রাজ্যপালের প্রতি অপমানজনক কিছু ছিল। এ কথা লেখার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সেই চিঠির বয়ানও এ দিনের চিঠিতে তুলে ধরেছেন। চার লাইনের সে চিঠিতে লেখা: ‘‘মাননীয় রাজ্যপাল, ২০ এপ্রিল, ২০২০ তারিখে আমাকে আপনি যে চিঠি লিখেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে, গোটা রাজ্য সরকারই এখন কোভিড-১৯ অতিমারির মোকাবিলায় রত। এটা আপনাকে জানিয়ে রাখলাম।’’

এই চিঠি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে, এই চিঠি কোনও ভাবে কারও জন্য অপমানজনক নয়। রাজনৈতিক মহলের মতে, রাজ্য-রাজ্যপাল সংঘাতে মুখ্যমন্ত্রীর এই চিঠি নতুন মাত্রা যোগ করল।

আরও পড়ুন:  করোনার কোপ: দেড় বছরের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডিএ বন্ধ

Exit mobile version