মাস্ক না পরলে ১০,০০০ টাকা ফাইন, আরও এক বছর আবশ্যিক করোনা সুরক্ষাবিধি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: আরও এক বছর করোনাভাইরাস সংক্রান্ত সুরক্ষাবিধি লাগু থাকবে। জনসমক্ষে মাস্ক পরতে হবে। মেনে চলতে সামাজিক দূরত্বের বিধি। এমনই কড়া নির্দেশিকা জারি করল কেরল সরকার। দেশের মধ্যে প্রথম তিন জন করোনা আক্রান্তের হদিশ মিলেছিল কেরালা।

একটা সময় সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা একেবারে কমে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার সংক্রমিতের সংখ্যা বেড়েছে। শনিবার ২৪১ জন নয়া করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,২০৪। মৃত্যু হয়েছে ২৫ জনের।

আরও পড়ুন :মাতৃবিয়োগের পরদিনই শুটিংয়ে কাঞ্চন মল্লিক, অভিনেতাকে কুর্নিশ টলিপাড়ার

রবিবার পিনারাই বিজয়ন সরকারের তরফে জানানো হয়, করোনাভাইরাসের মোকাবিলায় ‘কেরালা এপিডেমিক ডিজিজ করোনাভাইরাস ডিজিজ (কোভিড-১৯) অ্য়াডিশনাল রেগুলেশন, ২০২০’ সংশোধন করা হয়েছে। তার আওতায় আগামী বছরের জুলাই পর্যন্ত করোনার সুরক্ষাবিধি মেনে চলতে হবে।

যে নিয়মগুলি মানতেই হবে-

  • জনসমক্ষে সবাইকে বাধ্যতামূলকভাবে ফেস কভার বা ফেস মাস্ক পরতে হবে। কর্মস্থলেও মাস্ক পরা বাধ্যতামূলক। জনসমক্ষে মাস্ক না পরলে ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হবে।
  • করোনার সংক্রমণ রুখতে কঠোরভাবে সর্বত্র সামাজিক দূরত্ব অর্থাৎ ছ’ফুটের দূরত্ব বিধি মেনে চলতে হবে।
  • বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
  • করোনায় যাঁদের মৃত্যু হয়নি, তাঁদের শেষকৃত্যে ২০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না।
  • যে কোনও সামাজিক জমায়েতের জন্য স্থানীয় প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে।
  • জনসমক্ষে থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি থাকবে।
  • যাঁরা ভিনরাজ্য থেকে কেরালা আসছেন, তাঁদের কেরালা সরকারের  ‘Jagratha’ ই-প্ল্যাটফর্মে নিজেদের নথিভুক্ত করতে হবে। তবে আন্তঃরাজ্য যাতায়াতের জন্য কোনও পাস লাগবে না।
  • সামাজিক দূরত্বের বিধি মেনে চলার জন্য রাজ্যের সর্বত্র যে কোনও দোকানে ২০ জনের বেশি মানুষকে জমায়েতের অনুমতি দেওয়া হয়নি।

 

আরও পড়ুন :প্রকাশ্যে সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’র নতুন পোস্টার, আগামীকাল মুক্তি পাবে ট্রেলার

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest