Site icon The News Nest

ভুয়ো খবর, খুলছে না স্কুল-কলেজ , জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

school student 1

Students of Government High School Hallomajra in Chandigarh on Monday, July 27 2015. Express photo by Gurjant Pannu

ওয়েব ডেস্ক: লকডাউন চলাকালীন দেশজুড়ে কোনও স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না ৷ স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার কয়েকটি সংবাদমাধ্যমে স্কুল, কলেজ খোলার অনুমতি কেন্দ্র দিয়ে বলে খবর প্রকাশিত হয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, কোনও স্কুল, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান লকডাউনের মধ্যে খোলার অনুমতি দেওয়া হয়নি৷

এই সম্পর্কে ভুয়ো খবর প্রচার করছে সংবাদ মাধ্যমের একাংশ। মঙ্গলবার রাতে এমনই অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।আগামী জুন মাসে সব রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান চালু করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল এমনই খবর প্রকাশিত হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে। তার জেরে রাতে মন্ত্রকের তরফে পালটা টুইট করা হয়।

আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের জঙ্গল, বিপন্ন বন্যপ্রাণ!

টুইটারে মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘এমন কোনও সিদ্ধান্ত মন্ত্রকের তরফে নেওয়া হয়নি। এখনও দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপরে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।’ 

মার্চ থেকে দেশজুড়ে বন্ধ স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান৷ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ২৪ মার্চ লকডাউন ঘোষণা হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয়৷ স্কুল, কলেজ খোলার অনুমতি নিয়ে কিছু সংবাদমাধ্যমের রিপোর্টকে ফেক আখ্যা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে৷

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল, মৃত ৪৩৩৭, তিনজনের মধ্যে একজন মারাঠি

Exit mobile version