Site icon The News Nest

PUBG Mobile India লঞ্চের অনুমতি নেই, RTI এর জবাবে জানাল কেন্দ্র

PUBG

অনেক আশা নিয়ে ভারতে ফের পা রেখেছিল PUBG Mobile India। কিন্তু আপাতত তাদের সেই আশায় জল ঢালছে কেন্দ্রীয় সরকার। PUBG Mobile India লঞ্চের কোনও অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

সম্প্রতি GEM Esports ও  MediaNama নামে দুটি সংস্থার তরফে আরটিআই করা হয় PUBG Mobile India লঞ্চের বিষয়ে। সেই উত্তরে কেন্দ্রের তথ্য-প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, PUBG-র অ্যাপ, ওয়েবসাইট কিংবা সফটওয়্যায়ের ভারতে পরিচালনার অনুমতি এখনও দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: ‘মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ফেলায় সবচেয়ে বড় ভূমিকা ছিল মোদির’, বেফাঁস কৈলাস

এই খবরের বিপাকে পড়েছেন ভারতীয় গেমাররা। বিশেষ করে পাবজি ভারতে দ্বিতীয়বার নতুনভাবে ফেরার কথা ছিল। সেই অনুযায়ী চিনা সংস্থার হাত থেকে গেমটির পরিচালনা দায়িত্ব সরিয়ে সম্পূর্ণ ভারতীয় সংস্থার হাতে দিয়েছে পাবজি সংস্থা। সেইসঙ্গে গেমটিও ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।

ফলে পুরো বিষয়টি নিয়ে অস্পষ্টতা রয়েছে। ভারতের ফেরার জন্য অনেক টাকা বিনিয়োগও করছিল পাবজি। এখনও পাবজির তরফ থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি। কেন্দ্রের তরফে সবুজ সংকেত না মেলায়,এই গেমের ভারতে ভবিষ্যত কি? সেই প্রশ্নেরও কোনও উত্তর মেলেনি।

আরও পড়ুন: জিতেন্দ্রকে মেনে নিতে পারব না কোনোমতেই, ফেসবুকে তোপ দাগলেন বাবুল

Exit mobile version