নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা উচিত বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। এমন পরিস্থিতির সুযোগে কোথাও কোথাও মাস্ক ও স্যানিটাইজার কালোবাজারি হচ্ছে বলেও অভিযোগ। এমন সময়ে মাস্ক ও স্যানিটাইজারের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: নিয়ম ভাঙছেন তারকারাই! এবার কোয়ারেন্টাইন নির্দেশিকা না মেনে রাষ্ট্রপতি ভবনে মেরি কম
এদিন দামে রাশ টানার কথা টুইটারে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান।তিনি জানান, করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা হুহু করে বেড়ে গিয়েছে। এই কারণে দাম নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজ্যে আরও ১ করোনা-আক্রান্তের সন্ধান, মোট সংখ্যা বেড়ে ৪
পাসওয়ান বলেন অত্যাবশ্যক পণ্য আইনের আওতায় মাস্ক বানানোর জন্য যে কাপড় ব্যবহার করা হয়, তার দাম ১০টাকার বেশি নেওয়া যাবে না। অন্যদিকে ২০০ মিলিলিটার হ্যান্ড স্যানিটাইজারের দাম ১০০ টাকা বলে জানিয়েছেন পাসওয়ান। ওই দামের অনুপাতে অন্য স্যানিটাইজারের দাম নির্ধারণ করা হবে। ৩০ জুন অবধি দামের ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে অ্যালকোহল বেসড কিনতে হবে ভাইরাস প্রশমনে। অন্যদিকে যাদের করোনাভাইরাস নেই, তাদের মাস্ক পরার প্রয়োজন নেই বলেও সরকার জানিয়েছে। কিন্তু তারপরেও বন্ধ হচ্ছে না মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার কেনার হিড়িক। এই কারণেই দাম নিয়ন্ত্রণের পথে গেল কেন্দ্র।