চন্ডিগড়: লকডাউনের জেরে ভারতের ৯০টি শহরে ব্যাপক হারে দূষণের মাত্রা কমেছে। দিল্লি কিংবা মুম্বইয়ের মতো জায়গায় দূষণ কমার পরিসংখ্যান থেকে অবাক হয়ে গিয়েছেন পরিবেশবিদরাও।
এবার এই কম দূষণ এবং পরিষ্কার আকাশের দৌলতেই পঞ্জাবের জলন্ধর থেকে একঝলক দেখা গিয়েছে ধৌলাধার পর্বতমালা। শুক্রবার সকালে টুইটারে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন জলন্ধরের বাসিন্দারা। তাঁদের দাবি, প্রায় ৩০ বছর পর জলন্ধর থেকে দেখা গিয়েছে নিম্ন হিমালয়ের এই পর্বতমালা।
আরও পড়ুন: এটা রাজনীতি করার সময় নয়, মোমবাতি জ্বালানোর প্রসঙ্গ এড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
When people of #Jalandhar saw #Dhauladhar range first time ever. Dhualdhar’s mountain ranges lies at a distance of 213 kms from Jalandhar. This is how pollution made us blind !! PC Net. pic.twitter.com/Q0qNmaybJw
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 3, 2020
নিম্ন হিমালয় পার্বত্য অঞ্চলের অন্তর্ভুক্ত এই ধৌলাধার পর্বতমালার দূরত্ব জলন্ধর থেকে ২০০ কিলোমিটারের বেশি। শতদ্রু-ইরাবতী-চন্দ্রভাগা-বিপাশা এবং বিতস্তা এই পাঁচ নদীর রাজ্য পঞ্জাব থেকে ২১৩.৭ কিলোমিটার দূরে হিমাচলপ্রদেশে রয়েছে এই ধৌলাধার পর্বতমালা। বছরের অন্যান্য সময় ২০০ কিলোমিটার তো অনেক দূরের কথা দূষণ বেশি হলে দু’হাত দূরের জিনিসও স্পষ্ট ভাবে দেখা যায় না জলন্ধরে।
টুইটারে আমজনতার পাশাপাশি এই ছবি শেয়ার করেছেন দুই আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান এবং সুশান্ত নন্দাও।করোনা সতর্কতায় ১৩০ কোটি মানুষের দেশ ভারতের লকডাউনে কোনও শহরে ৩০, কোথাও ৪০, কোথাও আবার ৫০ শতাংশ দূষণের মাত্রা কমে গিয়েছে। কেন্দ্র পরিচালিত সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর)-এর তথ্য জানিয়েছিল, লকডাউনের আড়াই দিনের মাথাতেই দিল্লির দূষণ কমেছে ৩০ শতাংশ। আমদাবাদের দূষণ কমেছে ১৫ শতাংশ।
https://twitter.com/susantananda3/status/1245983416048214023
এসএএফএআর-এর বিজ্ঞানী গুফরান বেগ জানিয়েছেন, মার্চ মাসে দূষণের মাত্রা থাকে ভয়াবহ। কিন্তু গত কয়েক দিন লকডাউনের ফলে কোনও কোনও শহরে তা ‘আশানুরূপ’ ও ‘খুব ভাল’ ক্যাটেগরিতে রয়েছে। এটা অত্যন্ত ইতিবাচক। দূষণ কমার রেখাচিত্র দেখেও বোঝা যাচ্ছে, আগামী কয়েক দিনে তা আরও ভাল জায়গায় যাবে। মূলত কলকারখানা, গাড়ি চলাচল বন্ধ থাকার ফলেই দূষণের পরিমাণ এই ভাবে কমেছে। দিল্লির মতো শহরে গাড়িই চলছে না। সেই সঙ্গে ভারতীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের বক্তব্য, বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাতের ফলে দূষণের মাত্রা কমতে অনুঘটকের ভূমিকা নিয়েছে।
আরও পড়ুন: রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত ১১৬৯, বিশ্বে ১০ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা