মোদীর মোমবাতি জ্বালানোর বার্তায় রঙ্গোলির প্রশংসা, কটাক্ষ তপসির!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ১৩০ কোটি দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোটবদ্ধ লড়াইয়ের অনন্য নজির গড়তে রবিবার, ৫ এপ্রিল রাত নটার সময় নয় মিনিট প্রদীপ জ্বালানোর আহ্বান করেন তিনি। তাঁর মতে, অন্ধকারের মধ্যে আলোর উর্জা হিসাবে দেখা দেবে এটি। ঘরের সব আলো বন্ধ করে বারান্দায় বা দরজার বাইরে এসে প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বার্তার প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী তাপসী পান্নু টুইটারের দেওয়ালে লেখেন- ‘নতুন কাজ এসে গেছে! ইয়ে ইয়ে ইয়ে!’

নিমেষেই ভাইরাল হয়ে যায় তাপসীর এই টুইট। বেশিরভাগজনই তাপসীর এই প্রতিক্রিয়া নিয়ে পিঙ্ক তারকাকে ট্রোল করেন।তাপসীর হাতে নতুন কোনও সিনেমা নেই বলেও পালটা কটাক্ষ করা হয় তাঁকে।

https://twitter.com/Rangoli_A/status/1245921151823392774

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম সমর্থক কঙ্গনা রানায়তের দিদি রঙ্গোলি চান্দেল এই উদ্যোগে স্বাগত জানিয়েছে লেখেন, প্রদীপ জ্বালানো একটা শুভ প্রয়াস, প্রদীপের আলো একটা শান্ত-স্থির পরিবেশের সৃষ্টি করে, একে অপরের প্রতি সমর্থন জানাতে আসুন এতে অংশ নি। আমি সত্যি খুশি হই এটা দেখে যে নরেন্দ্র মোদীজি আমাদের মনের সূক্ষ্ম অনুভূতিগুলো নিয়েও কেমন ভাবনাচিন্তা করেন.. সবরকমভাবে আমাদের ক্ষত দূর করার চেষ্টা করেন। জয় শ্রী রাম’।

গীতিকার তথা সেন্সার বোর্ড প্রধান প্রসূন যোশি আলো নিয়ে একটি কবিতা টুইটারের দেওয়ালে শেয়ার করে নেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন জানাতে।বিবেক অগ্নিহোত্রীর দাবি, প্রধানমন্ত্রীর সম্পর্কে নতুন করে সমালোচনা শুরু হওয়ার আগে জানিয়ে রাখা ভাল যে, ভারতবর্ষের সেরা নেতা হলেন নরেন্দ্র মোদী। ভারতীয়দের তিনি খুব ভাল করে বোঝেন এবং জানেন বলেও মন্তব্য করেন বিবেক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest