The News Nest: করোনা আবহে আগামী ১ জুলাই থেকে ১২ অগস্ট পর্যন্ত যাবতীয় সাধারণ যাত্রিবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে নির্ধারিত নির্ঘণ্ট অনুসারে সমস্ত স্পেশ্যাল রাজধানী, মেইল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : এবার কি তবে পোষা মুরগির থেকে রোগ সংক্রমণ ? মৃত ১, আক্রান্ত সাড়ে চারশোর ওপর
এ দিন রেলবোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ অগস্ট পর্যন্ত মেইল এবং এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন-সহ সমস্ত সাধারণ যাত্রিবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সাধারণ সময় সূচি অনুসারে যে সমস্ত ট্রেন চলাচল করে আগামী ১ জুলাই থেকে ১২ অগস্টের মধ্যে যাঁরা ট্রেনের টিকিট কেটেছেন তা বাতিল করা হচ্ছে। তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।তবে যে ২৩০টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে তা আগের মতোই চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
It has also been decided that all the ticket booked for the regular time-tabled trams for the journey date from 01.07.20 to 12.08.20 also stand cancelled: Railway Board https://t.co/t62D3GjOUP
— ANI (@ANI) June 25, 2020
আরও পড়ুন : বর্ণবৈষম্য নিয়ে বিক্ষোভের জের, ‘Fair & Lovely’ থেকে বাদ পড়ল ‘ফেয়ার’