Site icon The News Nest

‘সৌরভ আসবেন জেনে অনুষ্ঠানে আসার লোভ সামলাতে পারিনি’, শাহের মন্তব্যে গভীর হল জল্পনা

ganguly shah

অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠান ছিল। কিন্তু সেই অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দু রয়ে রইলেন দু’জন – কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাতে বাড়তি গুঞ্জনের মাত্রা যোগ করলেন খোদ শাহ।

সোমবার ৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ছিল। যিনি ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রেসিডেন্ট ছিলেন।

আরও পড়ুন:দিল্লী মেট্রো: চলবে চালকবিহীন ট্রেন,আজ সূচনা সূচনা করলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান, বিজেপি সাংসদ গৌতম গম্ভীর, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ ডিডিসিএ আধিকারিকরা। ছিলেন জেটলির পরিবারের সদস্যরাও।

রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় রাজভবনে যেতেই বাংলার রাজনীতির অলিন্দে এখন কানপাতলে একটাই খবর শোনা যাচ্ছে। বাংলার মহারাজের কি খুব শীঘ্রই রাজনীতিতে যোগদান হতে চলেছে তাই নিয়েই এখন সরগরম পাড়ার চায়ের আড্ডা থেকে টেলিভিশনের টকশো।

বরাবরই নিজেকে বিতর্ক থেকে দূরে রাখা সৌরভ অবশ্য রাজ্যপালের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে দাবি করেছেন, এতে কোনও জল্পনার জায়গা নেই। তবে সেসব কথা শুনছে কে। তারমধ্যে সোমবার মহারাজের দিল্লি গমন সেই আলোচনা বাড়িয়েছে। এরমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য সেই যজ্ঞে বাড়তি ঘি ঢালল তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: বাড়ির বারান্দায় ভিজে কাপড় মেললেই এখন থেকে বিপদ! হবে মোটা অঙ্কের জরিমানা

 

Exit mobile version