সোনার খনির খবর এবার পড়শী রাজ্যে, অর্থনীতির মন্দ কাটানোর গপ্পো, নাকি সত্যি, জেনে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The news nest : সোনার খনির সন্ধান পাওয়া গেল ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায়। ভিতর দ্বারী গ্রামে ভূগর্ভে প্রায় ২৫০ কেজি স্বর্ণভাণ্ডারের হদিশ পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ভিতার দাড়ি গ্রাম। ভারতীয় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) জানাচ্ছে, এই গ্রামের মাটির তলায় রয়েছে সোনার খনি। গত ৩ জুন ঝাড়খণ্ড সরকারকে চূড়ান্ত রিপোর্ট পেশ করে জানায়, মাটির তলায় ২৫০ কিলোগ্রামের মতো সোনা রয়েছে। 

আরও পড়ুন : সোপিয়ানে মারাত্মক সংঘর্ষ, নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম ৩ জঙ্গি

গত ৩ জুন ঝাড়খণ্ড সরকারের কাছে জমা দেওয়া চূড়ান্ত রিপোর্টে জিএসআই জানিয়েছে, ‘এই আবিষ্কারের ফলে এই অঞ্চলে সোনার খনিগুলির বরাত দেওয়ার জন্য দরপত্র আহ্বান করার পরিস্থিতি তৈরি হয়েছে, যা খুব তাড়াতাড়ি সম্পাদন করা হবে।’

শনিবার রিপোর্টটি রাজ্যের খনি সচিব আবুবকর সিদ্দিকির হাতে তুলে দেন জিএসআই ঝাড়খণ্ড শাখার ডেপুটি ডিরেক্ট জেনারেল জনার্দন প্রসাদ। উপস্থিত ছিলেন জিএসআই-এর ডিরেক্টর (টি.সি.) এ কে শর্মা, প্রোজেক্ট ডিরেক্টর জিএসআই এসইউ: ঝাড়খণ্ড পঙ্কজ কুমার এবং ডিরেক্টর (মাইনস) ফইজ আক আহমেদ মুমতাজ প্রমুখ। 

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের সোনভদ্রের সোনার খনি পাওয়া গিয়েছে বলে হৈহৈ পড়ে যায় দেশজুড়ে। প্রথমে ভারতীয় ভূ-তত্ত্ব সর্বেক্ষণ জানিয়েছিল দু’দুটি খনি মিলেছে সেখানে। মোট সোনার পরিমাণ হতে পারে ৩ হাজার ৩৫০ টন। যা শুনে মাথা ঘুরে গিয়েছিল তাবড় তাবড় বিশেষজ্ঞদের। 

প্রশ্ন ওঠে, গোটা দেশ মাত্র ৬২৬ টন সোনা মজুত রয়েছে, সেখানে এই পরিমাণ সোনায় রাতারাতি ভারত ধনী হয়ে উঠবে! তবে, এই স্বপ্নের ফানুসে পিন ফুঁটিয়ে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানায়, সোনভদ্রে সোনার হদিশ মিলেছে। তবে, যৎসামান্য।  

আরও পড়ুন : ১০ জুন শিবের পুজো , তারপরই শুরু অযোধ্যায় রামমন্দির নির্মাণ

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest