বৃহস্পতিবার দাম পড়ল সোনার, খানিকটা সস্তা হল রুপোও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: রেকর্ড উত্থানের পরেই বৃহস্পতিবার আবার দাম পড়ল সোনার। এ দিন এমসিএক্স সূচকে ০.১৬% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,১৮৮ টাকা। গতকাল সকালে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৮,৯৮২ টাকা অবধি পৌঁছেও দিনের শেষে নামতে শুরু করে, যার জের দেখা গিয়েছে এ দিনও।

আরও পড়ুন : আত্মনির্ভর ভারত! বেসরকারি হাতে প্যাসেঞ্জার ট্রেন তুলে দিতে চায় রেল

সোনার পাশাপাশি সূচকে ০.২৫% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম এসে দাঁড়িয়েছে ৪৯,৩০০ টাকা, যা গতকালের চেয়ে ৯০০ টাকা কম।আন্তর্জাতিক বাজারে করোনা সংক্রমণ দমনের ওষুধ তৈরির সম্ভাবনা উজ্জ্বল হওয়ার ফলে বিনিয়োগে ঝুঁকি নেওয়ার প্রবণতা সামান্য বাড়তে দেখা গিয়েছে। এ দিনই আমেরিকায় মাসিক চাকরির বাজার সংক্রান্ত রিপোর্ট প্রকাশ পাওয়ার কথা, যার প্রতি নজর রেখেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। 

এ দিন আমেরিকার স্পট গোল্ড সূচকেও ০.২% পতন হয়েছে, যার জেরে প্রতি আউন্স সোনার দাম নেমেছে ১,৭৬৭.১১ ডলারে। বুধবার তা উঠেছিল আউন্সপ্রতি ১,৭৮৮.৯৬ ডলারে, যা ২০১২ সালের অক্টোবর মাসের পরে সর্বোচ্চ। পাশাপাশি, ইউএস গোল্ড সূচকেও ০.২% পতন হওয়ায় প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১,৭৭৭.৩০ ডলার। তবে সূচকে ০.২% উত্থানের দরুণ প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ১৭.৯৭ ডলার। 

বিশ্বব্যাপী করোনা সংকট এবং তার জেরে লকডাউনের কারণে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা ধাক্কা খেয়েছে। তুলনায় নিরাপদ সম্পত্তি হিসেবে সোনায় লগ্নি করার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

বিনিয়োগের বহু জায়গা বন্ধ। ফলে সবাই এখন চাইছেন সোনাতে বিনিয়োগ করতে। তাই বাজারে গহনার চাহিদা নেই। কিন্তু সোনার চাহিদার কমতি নেই। তাই সোনার দাম কমছে না। একদিন সামান্য কমলেও আবার বাড়ছে হুড়মুড়িয়ে।

আরও পড়ুন : জঙ্গি গুলিতে ছিন্নভিন্ন দাদুর দেহের উপর বসে ৩ বছরের শিশু, দেখলেই শিউরে উঠবেন

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest