Site icon The News Nest

অসমে বন্যা: জলবন্দি ৩৬ লাখ, মৃত ৬৮, কাজিরাঙায় মৃত ৪৪টি

অসমের ২৬ জেলায় বন্যা পরিস্থিতির ক্রমাবনতি হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় অন্তত ৩৬ লাখ মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৮ জনের। এখনও, বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদের মধ্যে ৬৮ জন বন্যার কারণে এবং ২৬ জন ভূমিধসে প্রাণ হারিয়েছেন।কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে রাজ্যের কয়েক হাজার গ্রাম তলিয়ে গেছে। বন্যায় গৃহহীন হয়ে পড়া ৬০ হাজারের বেশি মানুষকে ৪৮০টি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আসামের কর্তৃপক্ষ।

আরও পড়ুন : বেধড়ক মার পুলিশের, কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা দলিত কৃষক দম্পতির

রাজ্যের বন বিভাগের কর্মকর্তাদের রেফারেন্স দিয়ে বিবিসি জানিয়েছে, কাজিরাঙ্গা অভয়ারণ্য’র বিস্তীর্ণ এলাকা বন্যায় তলিয়ে গেছে। কমপক্ষে ৫১ বন্যপ্রাণী’র মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়াও, ১০২ বন্যপ্রাণীকে উপদ্রুত অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

অসমে প্রতি বছর ভারি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবার করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এই বন্যা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে। গত বছরও প্রায় একই সময়ে বন্যায় ভারত, নেপাল এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল, সে সময় কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এদিন কাজিরাঙার জলমগ্ন এলাকা পরিদর্শনে যান।

আরও পড়ুন :মেজাজটাই আসল রাজা! পথকুকুরকে নিজের থালা থেকেই খাবার খাওয়াচ্ছেন ভিক্ষুক, ভাইরাল ভিডিও

 

Exit mobile version