Site icon The News Nest

‘আইনশৃঙ্খলার রিপোর্ট ভাল নয়’ এগিয়ে আসতে পারে বাংলার ভোট, বার্তা জৈনের

mamta 2

ভোটের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে দু’দিনের সফরে কলকাতায় এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৃহস্পতিবার ছিল সে সফরের দ্বিতীয় দিন। বুধবারের পর এদিনও পুলিস কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিনের আইন শৃঙ্খলার রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেন জৈন।

বুধবার রাজ্যের সমস্ত পুলিস কমিশনার, পুলিসসুপার ও জেলাশাসকদের সঙ্গে প্রথম দফায় সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি-বৈঠক করেন সুদীপ জৈন। মূলত আইনশৃঙ্খলাই ছিল সেদিনের আলোচ্য বিষয়। বৈঠক নিয়ে যে তিনি সন্তুষ্ট নন, তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এরপর ফের বৃহস্পতিবার বৈঠক করেন তিনি।

দেশের আসন্ন নির্বাচনী ক্যালেন্ডার বলছে, ২০২১-এ অসম , পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আগামী সপ্তাহেই এই দুই রাজ্য়ে যেতে পারে নির্বাচন কমিশনের দল। মুখ্য় নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা ছাড়াও কমিশনের টিমে থাকবেন রাজীব কুমার ও সুশীল চন্দ্র। ইতিমধ্য়েই বঙ্গে নির্বাচনী পরিস্থিতির হালহকিকত খতিয়ে দেখতে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। এই নিয়ে রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে দু-বার রেইকি করে গেলেন সুদীপ জৈন।

আরও পড়ুন: কোথায় তথ্যসুরক্ষা? গুগল সার্চ করলেই পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপ, ইউজারদের ছবি-ফোন নম্বর

দেশের আসন্ন নির্বাচনী ক্যালেন্ডার বলছে, ২০২১-এ অসম , পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আগামী সপ্তাহেই এই দুই রাজ্য়ে যেতে পারে নির্বাচন কমিশনের দল। মুখ্য় নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা ছাড়াও কমিশনের টিমে থাকবেন রাজীব কুমার ও সুশীল চন্দ্র। ইতিমধ্য়েই বঙ্গে নির্বাচনী পরিস্থিতির হালহকিকত খতিয়ে দেখতে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। এই নিয়ে রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে দু-বার রেইকি করে গেলেন সুদীপ জৈন।

বঙ্গ সফরে ইতিমধ্য়েই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলার এসপি ও সিপিদের নিয়ে বৈঠক সেরেছেন ডেপুটি ইলেকশন কমিশনার। যেখানে উত্তর ২৪ পরগণার হিংসা নিয়ে আলোচনা সেরেছেন তিনি। সূত্রের খবর, বৈঠকেই আধিকারিকদের তিনি জানিয়ে দিয়েছেন, নির্বাচনের সময় কোনও ধরনের হিংসাত্বক ঘটনা বরদাস্ত করা হবে না । কোনও জায়গায় সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হবে না, সরাসরি তার বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: প্রকাশিত হল গোপন নথি, আমেরিকার ভরসায় চিনের সঙ্গে ‘পাঙ্গা’ নিতে চেয়েছিল মোদী সরকার

Exit mobile version