কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে দেশ জুড়ে বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা (Samyukta Kisan Morcha)। তিন কৃষি আইন (Farm Laws) ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে ৮ ডিসেম্বরের পর ফের ১২ ঘণ্টার ভারত বনধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। গাজিপুর, সিংঘু সীমান্তও আটক করেছে কৃষকরা।
কৃষকদের ডাকে ১২ ঘণ্টার ভারত বনধে সমর্থন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন তিনি টুইট করে লেখেন, “ভারতের ইতিহাস সাক্ষী রয়েছে যে সত্যাগ্রহের মাধ্যমেই অন্যায়, অত্যাচার ও অবিচার শেষ করা সম্ভব। দেশের স্বার্থে ও শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক।”
আরও পড়ুন : ঢাকা পৌঁছলেন মোদী, ফুলের তোড়ায় অভ্যর্থনা হাসিনার, গার্ড অফ অনারে বেজে উঠল ‘ধনধান্য পুষ্প ভরা..’
भारत का इतिहास गवाह है कि सत्याग्रह से ही अत्याचार, अन्याय व अहंकार का अंत होता है।
आंदोलन देशहित में हो और शांतिपूर्ण हो!#आज_भारत_बंद_है
— Rahul Gandhi (@RahulGandhi) March 26, 2021
ভারত বনধের সমর্থনে রেললাইনে শুয়ে পড়ল আন্দোলনকারী কৃষকরা। পঞ্জাবের অমৃতসরে একাধিক রেললাইন আটক করে কৃষকরা। কেউ শুয়ে পড়েন, কেউ আবার লাইনেই কাপড় পেতে বসে পড়েন।
Punjab: Protestors block railway track in Amritsar as a mark of protest against the three agricultural laws during 'Bharat Bandh' called by Samyukt Kisan Morcha pic.twitter.com/dAZgfXa3yw
— ANI (@ANI) March 26, 2021
হরিয়ানার অম্বালাতেও পড়ছে বনধের প্রভাব। আন্দোলনকারী কৃষকরা জিটি রোড ও শাহপুরের কাছে রেললাইনে বসে প্রতিবাদ প্রদর্শন করছে।
Ambala: Protesters block GT Road and railway track near Shahpur, in view of 12-hour 'Bharat Bandh' call by Samyukt Kisan Morcha against Centre's Farm Laws#Haryana pic.twitter.com/1D6k4qjPlN
— ANI (@ANI) March 26, 2021
শুক্রবার সকাল ছটা থেকে সন্ধে ছটা অবধি ভারত বনধের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকরা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে এর প্রভাব পড়তে শুরু হয়েছে। সংযুক্ত মোর্চার ডাকে আন্দোলনকারী কৃষকরা সকাল সাতটা থেকেই গাজিপুর সীমান্ত আটকে দেয়।
সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার ভারত বনধের ডাক দিয়েছে কৃষক ইউনিয়ন। পঞ্জাব-হরিয়ানায় দফায় দফায় বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। ‘রেল রোকো’ কর্মসূচি নেওয়া হয়েছে । কৃষক মোর্চার নেতা দর্শন পাল একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, বনধ চলাকালীন সমস্ত সবজি ও দুধের সরবরাহ বন্ধ থাকবে। তবে ছাড় পাবে অ্যাম্বুলেন্স, দমকল ও অনান্য জরুরি পরিষেবা।
Protesters block the Ghazipur border (Delhi-UP border) in view of 12-hour 'Bharat Bandh' call by Samyukt Kisan Morcha against Centre's Farm Laws pic.twitter.com/JnmmPXixJd
— ANI (@ANI) March 26, 2021
আরও পড়ুন : মুম্বইয়ের মলের ভিতরের হাসপাতালে আগুন, মৃত বেড়ে ১০