শুক্রবার, ১০ জুলাই, ICSE-র দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। এ ছাড়া এদিনই ISC-র দ্বাদশ শ্রেণির ফলাফলও ঘোষণা করা হবে। ওই দিন দুপুর তিনটের সময় এই দুই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন-এর (CISCI) ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
কাউন্সিলের ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org-এর মাধ্যমে পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন। এ ছাড়া কাউন্সিলের CAREERS পোর্টাল এবং SMS-এর মাধ্যমে তা জানানোর ব্যবস্থা করেছে বোর্ড।
কাউন্সিলের অনুমোদিত স্কুলগুলি CAREERS পোর্টালে প্রিন্সিপ্যালের লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পড়ুয়াদের রেজাল্ট জানতে পারবে।
বিস্তারিত আসছে …
আরও পড়ুন : করোনা : কেরলে অপ্রয়োজনে বেরলেই তুলে নিয়ে যাবে কমান্ডো !