‘কেন ২০টি সন্তানের জন্ম দাওনি’,ফের বিতর্কে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

যাক ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে টেক্কা দেওয়া শুরু করেছেন উত্তরাখণ্ডের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী আরএসএসের লোক তীরথ সিংহ রাওয়াত। সম্প্রতি ভারতীয় মেয়েদের ছেঁড়া জিন্‌স পরা নিয়ে তাঁর মন্তব্য উস্কে দিয়েছিল বিতর্ক। এর পর রবিবারই এক ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভারতকে ২০০ বছর শাসন করেছে আমেরিকা।’’

লকডাউনে কেন্দ্রীয় সরকারের খাদ্যশস্য দেওয়ার প্রকল্পের বেশি সুবিধা পেতে পরিবারের সদস্য সংখ্যা বাড়ানো নিয়ে তীরথ যা বলছেন, তা কেন্দ্রীয় শাসকদলকে অস্বস্তি ফেলার জন্য যথেষ্ট। তবে অনেকে বলেছেন এই ধরণের সংঘের পেয়ারের লোকেরা কি বলতে পারে তা মোদী সরকার ভালোই জানে। তাই অস্বস্তির কোনও প্রশ্নই নেই। বরং এদের নম্বর বাড়ে দলে।

আরও পড়ুন : গদ্দারের বাপ গদ্দারই হয় শুভেন্দু-শিশিরকে কটাক্ষ তৃণমূলের

করোনাভাইরাস অতিমারির জেরে লকডাউন জারি হয় দেশ জুড়ে। কাজ হারিয়ে কঠিন অবস্থার মধ্যে দিন কাটিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সে সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রেশন বিলি করা হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। লকডাউনের সময়ে রেশনে মাথাপিছু পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়ার কেন্দ্রীয় প্রকল্পের প্রসঙ্গে বলতে গিয়েই ওই মন্তব্য করেছেন তীরথ।

তিনি বলেছেন, ‘‘মাথাপিছু ৫ কেজি করে রেশন দেওয়া হয়েছে। যদি পরিবারে ১০ জন সদস্য হয়, তাহলে ৫০ কেজি রেশন পাবে। ২০ জন থাকলে ১ কুইন্টাল। কোনও পরিবারের ১ কুইন্টাল রেশন পাওয়া নিয়ে এখন কেউ যদি হিংসা করে, তাহলে বলতে হয় দু’টির বদলে কেন ২০টি সন্তানের জন্ম দাওনি?’’

তিনি বলেছেন, ‘‘মাথাপিছু ৫ কেজি করে রেশন দেওয়া হয়েছে। যদি পরিবারে ১০ জন সদস্য হয়, তাহলে ৫০ কেজি রেশন পাবে। ২০ জন থাকলে ১ কুইন্টাল। কোনও পরিবারের ১ কুইন্টাল রেশন পাওয়া নিয়ে এখন কেউ যদি হিংসা করে, তাহলে বলতে হয় দু’টির বদলে কেন ২০টি সন্তানের জন্ম দাওনি?’’

আরও পড়ুন : ১০ লাখি সুট অতীত! বাংলাদেশ সফরে ‘মুজিব জ্যাকেটে’ সাজবেন নমো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest