Site icon The News Nest

দেশে আসছে ভ্যাকসিন,দাবি মোদীর,’আচ্ছে দিনের’ দুরাশা জনমনে

modi mamta

দেশবাসীকে এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন করোনার ভ্যাকসিনের জন্য দেশবাসীকে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না, আর কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসছে ভ্যাকসিন।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি ভারচুয়াল বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। যাতে আমন্ত্রণ জানানো হয় সব বড় দলের রাজ্যসভা এবং লোকসভার দলনেতাদের। কংগ্রেসের তরফে বৈঠকে হাজির ছিলেন গুলাম নবি আজাদ এবং অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি আর বালু, জেডিএসের এইচ ডি দেবেগৌড়া। সব দলের প্রতিনিধিরা এদিন বৈঠকে বলার সুযোগ পাননি। তবে, প্রধানমন্ত্রী প্রত্যেককে নিজেদের বক্তব্য লিখিত আকারে পেশ করতে অনুরোধ করেন। এবং জানান, তাঁদের পরামর্শকেও সমান গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: Vagina নিয়ে মহিলাদের মনে বাসা বেঁধে আছে কিছু ভুল ধারণা, এবার তার পিছু ছাড়ান!

এক সর্বদলীয় বৈঠক থেকে মোদী জানালেন, ভারতে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বিজ্ঞানীরা অনুমতি দিলেই আর কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে ঘরে ঘরে চলে আসবে টিকা। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলেই এই টিকাকরণের কাজটি করবে। দামও নির্ধারণ করা হবে দু’পক্ষ মিলে। টিকা কাদের দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সিদ্ধান্ত নেবে। বয়স্ক মানুষদের আগে দেওয়া হবে।

মোদী জানান, এ দেশে টিকাকরণের জন্য খুব বড় ক্ষেত্র প্রস্তুত। এ বিষয়ে একটি টাস্ক ফোর্স গড়া হয়েছে। কেন্দ্রীয় এক্সপার্ট গ্রুপ থাকছে। থাকবেন রাজ্যস্তরের প্রতিনিধিরা। দুপক্ষ মিলে কাজটা করবে।ভারত এ বিষয়ে একটি বিশেষ সফটওয়ারও বানিয়েছে।  যার নাম ‘কোভিন’। ভারতে করোনা ভ্য়াকসিনের জন্য বিশেষ ট্রান্সপোর্ট ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠু ভাবে টিকা বণ্টনের পূর্ণ ক্ষমতা আছে ভারতের।

আরও পড়ুন: পারিশ্রমিক ৭ কোটি! দৃষ্টিহীনদের জন্য পর্ন দেখে কমেন্ট্রি করার অফার র‌্যাপারকে

 

Exit mobile version