২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশের স্বাস্থ্যকর্মী ও প্রবীণ নাগরিকরা অক্সফোর্ডের করোনা টিকা পেয়ে যাবেন। এমনই দাবি করলেন টিকা প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা।
তিনি আরও জানিয়েছেন, সামনের বছর এপ্রিল মাসের মধ্যেই সাধারণ মানুষের জন্য মিলবে করোনা টিকা। জনতাকে টিকার প্রয়োজনীয় দুটি ডোজের জন্য খরচ করতে হবে সর্বাধিক এক হাজার টাকা। তবে সবকিছুই চূড়ান্ত ট্রায়ালের ফলাফল ও নিয়ন্ত্রণকের সম্মতির উপরে নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: অপারেশনের পর ভাল আছেন মুকুল, সহকর্মীকে দেখতে হাসপাতালে গেলেন দিলীপ
শুক্রবার CEO আদার পুনাওয়ালা জানিয়েছেন, ২০২১-এর ফেব্রুয়ারি মাসেই স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের পেয়ে যাওয়া উচিত অক্সফোর্ডের ভ্যাকসিন। যার জন্য খরচ হবে মাত্র ১০০০ টাকা। এর আওতায় থাকবে দুটি ডোজ। তিনি বলেছেন, ‘ভারত সরকার খুবই সস্তা দামে, প্রায় ৩-৪ ডলার দামে এটি পেয়ে যাবে। কারণ বিরাট পরিমাণ টিকা কিনছে দেশ। ফলে কোভ্যাক্সের দামের মতোই দাম পেয়ে যাবে ভারত। বাজারে যে টিকাগুলি আসছে, তার থেকে অনেক সস্তা ও সহজলভ্য হবে আমাদের টিকা।’
আদার পুনাওয়ালা আরও বলেন, “কেবল সরবরাহের সীমাবদ্ধতার কারণে নয়, বাজেট, ভ্যাকসিনের পরিমাণ, স্বাস্থ্যের পরিকাঠামো এবং এর পরে মানুষ ভ্যাকসিন নিতে কতটা আগ্রহী সেই সমস্ত বিষয় মিলিয়ে প্রায় ৩ থেকে ৪ বছর সময় লাগবে। এরপরই দেশের ৮০ থেকে ৯০ ভাগ মানুষ করোনা রোধের ভ্যাকসিন পাবেন”।
এই টিকা কতটা সুরক্ষিত, এ প্রশ্নের জবাবে পুনাওয়ালা বলেছেন, ‘এখনও পর্যন্ত এই টিকার কোনও বড় অভিযোগ বা বিরূপ প্রতিক্রিয়া মেলেনি। আমাদের আরও অপেক্ষা করতে হবে। আর এক-দেড় মাসের মধ্যে পুরোপুরি ফলাফল আমাদের হাতে এসে যাবে।’
আরও পড়ুন: গল্প নয় ১০০ শতাংশ সত্যি! প্রথমবার পর্দায় এক সঙ্গে তিন খান…জানুন লেটেস্ট আপডেট