Site icon The News Nest

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ‘বুরেভি’ সাইক্লোন, তৈরি NDRF, জারি লাল সতর্কতা

buravi

সর্বশক্তি নিয়ে শ্রীলঙ্কার মাটিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুরেভি। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দ্বীপরাষ্ট্রের আছড়ে পড়ে এই ঝড়। তবে আগের ঘূর্ণিঝড় নিভারের মতো এটা বিধ্বংসী ছিল না। শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর ঝড় ঘুরতে শুরু করেছে তামিলনাড়ুর দিকে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। সে জন্য আগাম সতর্কতামূলক যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তৈরি রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন: উইকিপিডিয়ার মানচিত্রে চিনের অংশ আকসাই চিন! আইনি নোটিশ পাঠাল দিল্লি

এর প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কেরল ও তামিলনাড়ুতে। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তামিলনাড়ু ও কেরলের দক্ষিণ অংশে।

তামিলনাড়ু ও কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই রাজ্যকেই যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘তামিলনাড়ু ও কেরালার মানুষের সুরক্ষায় সবরকমভাবে অঙ্গীকারবদ্ধ মোদী সরকার। দক্ষিণের এই দুই রাজ্যে ইতমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বেশ কয়েকটি দল উপস্থিত রয়েছে।’

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেরালায় মোতায়েন রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ৮টি দল। নিযুক্ত রয়েছে বায়ুসেনা ও নৌসেনাও। ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা করতে ইতমধ্যেই ১৭৫টি পরিবারের ৭০০ জন সদস্যকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। মোট ত্রাণ শিবিরের সংখ্যা প্রায় ২৫০০। কেরালার তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠনমথিট্টা ও আলাপুঝাতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: অবিলম্বে কৃষক বিল প্রত্যাহারের দাবি, ট্যুইটে আন্দোলনের হুঁশিয়ারি মমতার

Exit mobile version