ওয়েব ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বাজারে আসছে কোভিডের প্রতিষেধক। করোনাভাইরাস সংক্রমণের প্রতিষেধক রেমডেসিভির বিপণনের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) অনুমোদন পেল দেশের অন্যতম অগ্রণী ফার্মাকিউটিক্যাল সংস্থা সিপলা-হেটেরো।
শনিবার সংস্থার তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতে এই ওষুধ বিক্রি হবে COVIFOR নামে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে সব রোগী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন, তাঁদের শরীরে ইন্ট্রাভেনাস পদ্ধতিতে এই ওষুধ প্রবেশ করানো যাবে। ওষুধ পাওয়া যাবে ১০০ এমজি ভায়ালে।
আরও পড়ুন : রাশিয়া যাওয়ার আগে চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজনাথ সিং
শনিবার হেটেরো গ্রুপের চেয়ারম্যান বি পার্থসারথি রেড্ডি জানিয়েছেন, ‘দেশজুড়ে Covid-19 প্রকোপ বাড়ার প্রেক্ষিতে রেমডেসিভির বিক্রির অনুমোদন চিকিৎসা পরিস্থিতির বেশ বড় পরিবর্তন ঘটাতে পারে।
সারা দেশের মানুষের কাছে যাতে সহজেই এই ওষুধ পৌঁছে দেওয়া যায়, তা আমরা সুনিশ্চিত করব। করোনার বিরুদ্ধে লড়াই কৌশলে পরিবর্তন আনতে আমরা সরকারের পাশে থেকে কাজ করব।’তিনি এও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানের অংশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই ওষুধ।
বাস্তবিকই করোনা নিয়ে আগের সেই ভীতি মানুষের মধ্যে আর নেই। সচেতন মানুষ কেবল প্রতিদিন সংক্রমণের সংখ্যা গোনে। মৃত্যুর পরিসংখ্যান দেখেন অনেকে। বাকিদের কাছে এটা আবহাওয়ার খবরের মত হয়ে গিয়েছে। যেন রুটিন খবর। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দুই সরকারই আর পেরে উঠছে না। সাধারণ মানুষের কথা তো দূর। ফলে আপাতত ‘হাম, আপ ওর করোনা’ এটাই জীবনের স্লোগান। দেখা যাক সিপলার দাওয়াই তাতে বদল আনতে পারে কিনা।
আরও পড়ুন : গালওয়ান: আবেগ দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে,প্রশ্ন করলেই দেশদ্রোহী, বিঁধলেন কমল হাসান