Except for Mamata Banerjee, 29 Out Of 30 Chief Ministers Are Crorepatis: Report

Mamata Banerjee: দেশের ৩০ মুখ্যমন্ত্রীর মধ্যে সবথেকে গরিব মমতা, বাকি ২৯ কোটিপতি, শীর্ষে জগন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এর বিশ্লেষণ করা সমীক্ষা অনুসারে, দেশের বর্তমান ৩০জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি।  একজন মুখ্যমন্ত্রী ভারতে কোটিপতি নন তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পদ প্রায় ১৫ লক্ষ টাকা।

সিপিএমের একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কোটিপতি। তবে তাঁর অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা উপরে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটিরও কিছু বেশি। তাঁর ঠিক উপরে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তাঁর সম্পতির পরিমাণও এক কোটির কিছু উপরে।

আরও পড়ুন: Repo Rate by RBI: রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, নতুন অর্থবর্ষে স্বস্তি পাবেন আম জনতা?

তবে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা। তালিকায় দ্বিতীয় স্থআনে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি টাকা। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা করে। নির্বাচনী হলফনামায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা যে হিসাব দিয়েছেন তা থেকেই এই সিদ্ধান্তে এসেছে এডিআর।

দীর্ঘদিনের জন প্রতিনিধি হলেও বেতন নেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ পদের পেনশন ও মুখ্যমন্ত্রী পদের বেতন নেন না। তাঁর রোজগারের উৎস হল নিজের লেখা বই ও আঁকা ছবি। একথা নিজেও একাধিকবার জানিয়েছেন তিনি। দলের একাধিক নেতা নান দুর্নীতিতে জড়িয়ে পড়লেও ব্যক্তিগত ভাবে কেউ এখনও তাঁর দিক আঙুল তুলতে পারেনি বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এডিআর-এই রিপোর্ট কিছুটা স্বস্তি দেবে তৃণমূলকে।

আরও পড়ুন: Sugar Price: ৬ বছরের সর্বোচ্চ উচ্চতায় চিনির দর, আরও বাড়তে পারে দাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest