টানা ২ দিন পড়ল দাম , ৪৯,০০০ টাকার কাছে সোনা, রুপো নামল ৬০,০০০ এর নীচে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মঙ্গলবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম ডিসেম্বর গোল্ড ফিউচার্সের দাম ০.৯ শতাংশ বা ৪৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৯,০৫১ টাকা। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৯ শতাংশ বা ৫৫০ টাকা কমে ৬০,০০০ টাকার নীচে নেমে গিয়েছে। তার ফলে এক কিলোগ্রাম সিলভার ফিউচার্সের দাম দাঁড়িয়েছে ৫৯,৯৮০ টাকা।

গত সেশনেও একধাক্কায় অনেকটা পতনের সাক্ষী ছিল সোনা ও রুপো। সেই সময় ১০ গ্রাম সোনার দর ৭৫০ টাকা বা ১.৫ শতাংশ কমেছিল। আর এক কিলোগ্রাম রুপোর দাম ১,৬২৮ টাকা বা ২.৬ শতাংশ পড়েছিল।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ জুড়ে জাঁকিয়ে পড়ল শীত, তাপমাত্রা বাড়তে পারে শুক্রবার

করোনাভাইরাস টিকা নিয়ে যে আশা তৈরি হয়েছে, তার ফলে বিশ্ব বাজারে পড়েছে হলুদ ধাতুর দর। যা চার মাসে সর্বনিম্ন। গত সোমবারই আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব বুঝে নেওয়ার ছাড়পত্র দিয়েছে মার্কিন এজেন্সি। তারইমধ্যে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮২৬.৪৭ ডলার। যা গত জুলাইয়ের পর সর্বনিম্ন। রুপোর দাম ১.১ শতাংশ কমে গিয়েছে।

সোমবার অ্যাস্ট্রোজেনেকার তরফে জানানো হয়, করোনাভাইরাস মোকাবিলায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়/তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর গড়ে ৭০ শতাংশেরও বেশি কার্যকারিতার প্রমাণ মিলেছে। একটি ডোজের ধরণে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকরী হয়েছে সম্ভাব্য টিকা।

সম্ভাব্য টিকার উৎপাদনকারী সংস্থার সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, ভারতের খুচরো বাজারে টিকার দাম ১,০০০ টাকার কাছাকাছি থাকবে। তার ফলে বিশ্ব বাজারে ঝুঁকির প্রবণতাও বেড়েছে। লগ্নিকারী বাড়তি ঝুঁকি নিচ্ছেন।

আরও পড়ুন: প্রিয়ঙ্কা-সালামাত হিন্দু-মুসলমান নয়, সঙ্গী পছন্দ করা মৌলিক অধিকার : এলাহাবাদ হাইকোর্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest