রান্নার গ্যাসে পেতে পারেন ৫০ টাকা ছাড়, জেনে নিন কীভাবে মিলবে সুযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাসের বুকিং করলে মিলবে সর্বাধিক ৫০ টাকা ছাড়া। আইসিআইসিআই ব্যাঙ্কের পকেট ওয়ালেটস অ্যাপে সেই সুযোগ মিলছে। চলতি মাসে যে গ্রাহকরা প্রথমবার আইসিআইসিআই ব্যাঙ্কের পকেট ওয়ালেটস অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করবেন, তাঁদের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। সর্বাধিক ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ মিলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: সিংঘু সীমান্তে ফের আত্মঘাতী কৃষক, সরকারকে দাবি মানার শেষ আর্জি

  • জেনে নিন কীভাবে মিলবে ছাড় :
  •  আইসিআইসিআই ব্যাঙ্কের পকেট ওয়ালেটস অ্যাপ ডাউনলোড করুন।
  •  ‘Pay Bill’ অপশনে ক্লিক করুন।
  •  ‘Choose Billers’ অপশনে গিয়ে ‘More’-এ ক্লিক করুন।
  • আপনি যে সংস্থার সিলিন্ডার নেন, তা বেছে নিন।
  • নিজের কনজিউমার নম্বর, মোবাইল নম্বরের মতো প্রয়োজনীয় তথ্য দিন।
  •  প্রোমো কোড হিসেবে দিন ‘PMRJAN2021’।
  • গ্যাসের দাম যা পড়ছে, সেই টাকা জমা দিন।
  • টাকা দেওয়ার ১০ দিনের মধ্যে ক্যাশব্যাক দেওয়া হবে। ১০ শতাংশ বা সর্বাধিক ৫০ টাকা আইসিআইসিআই ব্যাঙ্কের পকেট ওয়ালেটস ফিরিয়ে দেওয়া হবে।

গত বছর ১ এবং ১৫ ডিসেম্বর ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন: টুইটারে মোদীকে তীব্র আক্রমণের জের, সিনিয়র পাইলটকে বহিষ্কার করল GoAir

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest