whiskey—র বোতল, সাজানো পেগ! স্বরাষ্ট্রমন্ত্রকের ফেসবুক পেজের ছবি দেখে হতবাক নেটিজেনরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: দু’টি হুইস্কির বোতল। যার মধ্যে একটি খালি। আরেকটি একেবারে কানায় কানায় ভর্তি। পাশে সাজানো পেগ। চারপাশে স্ন্যাকস। আসর যখন জমে উঠেছিল ঠিক তখনই এই ছবিটা তোলা হয়েছিল। আর সেই ছবি পোস্ট হয়ে গেল খোদ স্বারাষ্ট্রমন্ত্রকের ফেসবুক পেজে।

সকাল নটা নাগাদ সেই বিতর্কিত ছবি পোস্ট হল। ভুল করে তোলা ছবি প্রোফাইলে থেকে গেল প্রায় ৩০ মিনিট। ততক্ষণে সেই ছবির স্ক্রিনশট দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এর পর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, যিনি এই পেজটি দেখভালের দায়িত্বে রয়েছে তারই ভুল। সেই ব্যক্তি নিজের পেজ ও স্বরাষ্ট্রমন্ত্রকের পেজের মধ্যে গুলিয়ে ফেলেছিলেন। সেই জন্যই এত বড় ভুল হয়েছে।

আরও পড়ুন: পঙ্গপাল মারতে ১০০০ ‘জলকামান’ ড্রোন ! যুদ্ধের প্রস্তুতি নিয়ে ময়দানে কেন্দ্র

ফেসবুক ইউজাররা অবশ্য এমন ভুলে ঠাট্টা করতে সুযোগ ছাড়লেন না। একজন লিখলেন, ঠিকই তো আছে। দেশের অর্থনীতি তো টিকে আছে অ্যালকোহল বিক্রির উপরই। এই ছবিতে ভুল কোথায় তবে! আরেকজন লিখলেন, আসলে আমফানে যে ক্ষতি হয়েছে সেটা একমাত্র পূরণ হতে পারে লোকজন বেশি করে অ্যালকোহল সেবন করলে! এটা বলতেই এই ছবি পোস্ট করা হয়েছে।

কোনও সাধারণ মানুষের ফেসবুক প্রোফাইল নয়। খোদ স্বরাষ্ট্রমন্ত্রকের ফেসবুক প্রোফাইল। তাতেই এমন কাণ্ড। তবে ওয়ার্ক ফ্রম হোম—এর কারণেই ইটা হল? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হয়তো সেটা বুঝেছে।

বাড়িতে থেকে কাজের কিছু সুবিধা রয়েছে। কর্মীরা ঘরোয়া পরিবেশে থেকে কাজ করতে পারেন। বাসে, ট্রেনে চেপে বা জ্যাম কাটিয়ে অফিসে ঢোকার হুজ্জুতি নেই। কিন্তু কাজে ভুল হওয়ার সম্ভাবনাও প্রবল। বাড়ির আর অফিসের পরিবেশের মধ্যে বিস্তর তফাত। বাড়ির কাজ যেমন অফিসে হয় না, তেমনই অফিসের কাজ বাড়িতে বসে করলে অনেক সময়ই গণ্ডগোল তো হতেই পারে! সেটাই কি তাহলে হল? স্পষ্ট হয়নি কত্তা।

আরও পড়ুন: পরিযায়ীদের থেকে ট্রেন বা বাস ভাড়া নেওয়া যাবে না, কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest