Site icon The News Nest

Corona lockdown: ১০ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে ভারত, জানালেন গড়করি

The News Nest: করোনাভাইরাসের জেরে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে ভারত। লকডাউনে প্রায় ১০ লক্ষ কোটি টাকার রাজস্বের ক্ষতি হয়েছে ভারতের। বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যেই অর্থনীতিকে চাঙ্গা করতে আনলকের প্রক্রিয়ার মধ্যেই এমন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানান, ভারত সম্ভবত ১০ লক্ষ কোটি টাকা রাজস্ব ক্ষতির সম্মুখীন৷ পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছিল যে, কিছু রাজ্য সরকারের কাছে টাকাই ছিল না পরের মাসের বেতন দেওয়ার মতো৷

আরও পড়ুন : ‘আসামী’ শি জিনপিং, ‘সাক্ষী’ মোদি ও ট্রাম্প! মামলা দেশের কোন আদালতে জানলে চোখ কপালে উঠবেই

রাজ্য ও কেন্দ্র সরকারের আয়ের মূল উৎস রাজস্ব। কিন্তু লকডাউনে কার্যত প্রায় সব বন্ধ থাকায় সেই আয় বন্ধ ছিল প্রায় আড়াই মাস। ফলে, বিপুল ঘাটতির সম্মুখীন হয় কেন্দ্র ও রাজ্য। তারই মধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাড়তি প্রশাসনিক ও স্বাস্থ্যব্যবস্থায় খরচ। 

করোনা পরিস্থিতির জেরে দেশের আর্থিক বৃদ্ধির হার এক ধাক্কায় কমে গিয়েছে ৫ শতাংশ। আগামিদিনেও আর্থিক বৃদ্ধির হার ঠিক হতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। 

অর্থনীতির চাকা ঘোরাতে কেন্দ্র বেশির ক্ষেত্রই খুলে দিয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, করোনা সংক্রমণের হার মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে৷ এ হেন পরিস্থিতিতে বেশি কয়েকটি রাজ্য ফের লকডাউন ও নিয়ন্ত্রণের রাস্তায় হাঁটতে পারে মনে করা হচ্ছে৷

ভারতে করোনা আক্রান্ত ২ লক্ষ ৭৬ হাজার পেরিয়ে গিয়েছে৷ ৭ হাজার ৭০০-রও বেশি মৃত্যু হয়েছে করোনায়৷ এই পরিস্থিতিতে অর্থনীতির উন্নতি ও স্বাস্থ্য– দুটোর ভারসাম্য রাখাই মাথাব্যথা হয়ে দাঁড়াচ্ছে সরকারের৷

আরও পড়ুন : বিধায়ক পিছু ২৫ কোটির টোপ, রাজস্থান সরকার ফেলতে চাইছে বিজেপি, অভিযোগ গেহলটের

Exit mobile version