Site icon The News Nest

চুমু খেয়ে নাকি সারাতেন রোগ, করোনায় মৃত্যু ‘কিসিং বাবার’, সংক্ৰমণ আতঙ্কে সিঁটিয়ে ভক্তরা

ওয়েব ডেস্ক: কয়েকদিন আগে ভক্তদের হাতে চুমু খেয়ে করোনা সারিয়ে দেওয়ার দাবি করেছিলেন তিনি। কিন্তু শেষে করোনাতে (Covid-19) আক্রান্ত হয়েই মৃত্যু হল তাঁর। তিনি ‘কিসিং বাবা’ (Kissing Baba)।

বাবা নাকি চুমু খেয়ে ভক্তদের করোনার হাত থেকে রক্ষা করবেন! অথচ বাবা নিজেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এদিকে, বাবার ১৯ জন ভক্তের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন : হুহু করে বাড়ছে করোনা, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ১৬ এবং ১৭ জুন বৈঠক করবেন মোদী

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রতলাম জেলার নয়াপুরের বাসিন্দা এই ‘কিসিং বাবা’ ভক্তদের হাতে চুম্বন করতেন এবং ফলস্বরূপ বহু লোক আক্রান্ত হয়েছিল। বাবা বলেছিলেন, তিনি যাঁকে চুমু খাবেন তাঁর থেকে করোনা একশো হাত দূরে থাকবে। আর তাই গত কয়েকদিনে ভক্তদের দেদার চুমু খেয়েছেন তিনি। বাবার চুমু খাওয়ার ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছিল। কিন্তু বাবারই শেষ রক্ষা হল না। কিসিং বাবা মারা যাওয়ার পর তাঁর ভক্তদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। 

কিসিং বাবা নিজেকে কবিরাজ বলেও দাবি করতেন। তাঁর চুম্বনে নাকি অনেক রোগ এমনিই সেরে যায়! ভক্তরাও সেসবে বিশ্বাস করে তাঁর কাছে ভিড় জমাতেন। বাবা মারা যাওয়ার পর তাঁর সংস্পর্শে আসা মোচ ৪০ জনকে খুঁজে বের করে স্বাস্থ্য দফতরের কর্মীরা। তার মধ্যে ১৯ জনের শরীরে করোনা ধরা পড়ে। এর মধ্যে সাতজন আবার বাবার পরিবারের সদস্য। বাবার সংস্পর্শে আসা বাকিদেরও কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

রতলামের পুলিশ সুপার (এসপি) গৌরব তিওয়ারি বলেছেন, কিসিং বাবার মৃত্যুর পরে ৫০ জনেরও বেশি লোকের খোঁজ করা হয়েছিল যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন। তাঁদের আলাদা করে রাখা হয়েছে। নয়াপুরা অঞ্চলের প্রায় দেড়শো মানুষকে কোয়ারান্টিন করা হয়েছে। এলাকাটি কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : Corona death: সৎকার পদ্ধতি নিয়ে সুপ্রিম উদ্বেগ, বাংলা সহ ৪ রাজ্য-কেন্দ্রকে নোটিস

Exit mobile version