Site icon The News Nest

ইউপির মোরাদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত দশ

truck bus

সাতসকালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে (Moradabad) ভয়াবহ দুর্ঘটনা। একটি মিনিবাস এবং ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ক্ষতিপুরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সাতসকালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে (Moradabad) ভয়াবহ দুর্ঘটনা। একটি মিনিবাস এবং ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ক্ষতিপুরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন: আজ গান্ধীর হত্যা দিন,দেখে নিন চেতনা বদলে দেওয়া মহাত্মা গান্ধীর চির প্রাসঙ্গিক কিছু বাণী

স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে মোরাদাবাদের কুন্দরকি থানা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মোরাদাবাদের এসএসপি জানিয়েছেন,”একটি মিনি বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আরও একটি গাড়ি ওই দুটি গাড়িকে ধাক্কা মারে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।”

পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত। এঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে, উদ্ধারকাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরণও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার জন্যও ৫০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। স্থানীয় আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শেষ করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: PAK vs SA: ৩৪ বছরে অভিষেক! প্রথম টেস্টই ৫ উইকেট নিলেন নুমান আলি

 

Exit mobile version