নেতাজির জন্মদিন এবার ‘পরাক্রম দিবস’,নয়া ঘোষণা মোদী সরকারের, নেপথ্যে কি বঙ্গ ভোট ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইতিমধ্যেই ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, এবার থেকে প্রতি বছর দিনটিকে ‘পরাক্রম দিবস’ (Parakram Diwas) হিসেবে পালন করবে মোদি সরকার।

এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির অবদানের কথা স্মরণ করে তাঁর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

আরও পড়ুন: বাংলার মসনদ যাবে কার হাতে? কি বলছে সমীক্ষার ফলাফল? জেনে নিন ঝটপট…

 

নেতাজি জন্মজয়ন্তীকে যদি ‘দেশপ্রেম দিবস’ ঘোষণা করা হত, তাহলে আরও যুক্তিযুক্ত হত। তবে, আমরা এই ঘোষণায় খুশি, ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে কেন্দ্রের ঘোষণা প্রসঙ্গে বললেন নেতাজির প্রপৌত্র তথা BJP নেতা চন্দ্র বসু।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই কেন্দ্রের কাছে নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার কথা বলে আসছেন। নেতাজির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ, ভালবাসা। কিন্তু কেন্দ্রীয় সরকার এ নিয়ে খুব গা করেনি। তাৎপর্যপূর্ণভাবে বঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক কয়েকমাস আগে নেতাজির জন্য একটি দিন উৎসর্গ করার জন্য বেছে নিল কেন্দ্র। সূত্রের খবর, ২৩ জানুয়ারি কলকাতায় আসতে পারেন নরেন্দ্র মোদী। তিনি কলকাতা থেকেই এই বিশেষ দিনটি পালন করবেন। তাঁর ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ারও কথা রয়েছে।

নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে। তাতে বসু পরিবারের সদস্যদের পাশাপাশি নেতাজিকন্যা অনিতা বসু পাফকেও রাখা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এ বছরের অনুষ্ঠানে তিনি হাজির থাকতে না পারলেও আগামী বছরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বসু পরিবার সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার অহংকার চূর্ণ করে ব্রিসবেনে ঐতিহাসিক জয় কোহলিহীন ভারতের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest