Site icon The News Nest

কমেডিয়ান মুনাওয়ার ফারুকি বিরুদ্ধে হিন্দু ধর্মের অবমাননার প্রমাণই নেই, বলল পুলিশ

MunawarFaruqui

হিন্দু দেবদেবীর বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে গুজরাতের স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে গ্রেফতার করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ইন্দোরের এক পুলিশ অফিসার জানিয়েছেন, মুনাওয়ার ফারুকি(Munawar Faruqui) নামে ওই কমেডিয়ান যে কুরুচিকর মন্তব্য করেছেন, সেরকম কোনও ভিডিয়ো বা প্রমাণ মেলেনি।

তুকাজিগঙ্গ পুলিশ স্টেশনের এসআইচও কমলেশ শর্মা জানান, “অভিযোগকারীরা যে ভিডিও জমা করেছেন, তা খতিয়ে দেখা হয়েছে। তাতে মুনোয়ারের বিরুদ্ধে হিন্দু দেবদেবীদের অপমানের কোনও প্রমাণ মেলেনি।” মুনাওয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর। বলেছেন, একের পর এক অনুষ্ঠানে কমেডিয়ান মুনোয়ার ফারুকি হিন্দু দেবদেবী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করে।

আরও পড়ুন: জিনপিঙের সমালোচনার মাশুল! বেপাত্তা আলিবাবা’র Jack Ma

ইন্দোরের এক জনপ্রিয় কফিশপে স্ট্যান্ডআপ কমেডি শোয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে দর্শকাসনে উপস্থিত ছিলেন হিন্দ রক্ষক সংগঠনের সদস্যরাও। তাঁদের অভিযোগ, অনুষ্ঠানের শুরু থেকেই রসিকতার নামে হিন্দু দেবদেবী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোধরা কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করছিলেন মুনোয়ার ফারুকি। সেই মন্তব্যের বিরোধিতা করে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধের আরজি জানান হিন্দ রক্ষক সংগঠনের সদস্যরা। কিন্তু তাতে কান দেয়নি কফিশপ কর্তৃপক্ষ। পুরো অনুষ্ঠানের রেকর্ডিং নিয়ে পরে পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাগনেজ নামে এক মহিলা নিজের ইনস্টাগ্রামে সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি  লিখেছেন, যখনই মুনাবরের দিকে স্পটলাইট গিয়ে পড়ে, দর্শকাসনে বসা রাজনীতির সঙ্গে যুক্ত কেউ একজন স্টেজের দিকে হাটতে শুরু করে। কেউ একজন (হয়ত উদ্যোক্তাদের কাউকে) জোরে বলে ওঠেন ‘চুপচাপ ওখানে গিয়ে বসে পড়।’ ‘রাজনীতির যোগ থাকা ওই ব্যক্তি’ মাইক হাতে নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে এবং হাতে মাইক হাতে নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত নিয়ে কথা বলতে শুরু করেন।

সমস্যা হল,  মিডিয়া যখন কেবল শাসক দলের প্রশংসায় পঞ্চমুখ। তখন কমিডিয়ানরাই কেবল সমাজের সামনে আয়না ধরছেন। অনেকে বলছেন ফারুকীর মত ছিল ছেলেদের কন্ঠ রোধ করে আসলে বাকি কমেডিয়ানদের ভয় পাওয়াতে চাইছে অনেকে। ভয়ের বাতাবরণ বিশ্বের কোথাও দীর্ঘস্থায়ী হয়নি। এখানেও হবে না। মজার কথা হল, আগে লোকে কেবল রাজনীতির নেতাদের নিয়ে মস্করা করত। এখন কিছু ‘চিৎকারক’ এবং স্বঘোষিত ‘দেশপ্রেমী সাংবাদিক’কে নিয়ে একইরকম মস্করা হচ্ছে।

আরও পড়ুন: ‘আমন্ত্রণ না জানানোয়’ বিজেপির মিছিলে যাচ্ছেন না বৈশাখী, শোভন কি যাবেন? নাজেহাল বিজেপি

Exit mobile version