Site icon The News Nest

দিল্লী মেট্রো: চলবে চালকবিহীন ট্রেন,আজ সূচনা সূচনা করলেন প্রধানমন্ত্রী

modi 2

করোন মহামারীর তাণ্ডবের মধ্যেই তৈরি হল নতুন ইতিহাস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নয়াদিল্লিতে ভারতের প্রথম চালকবিহীন পুরোপুরি অটোমেটিক ট্রেনের পথচলার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এর ফলে বিশ্বের সেই সাত শতাংশ মেট্রো নেটওয়ার্কের এলিট গ্রুপের মধ্যে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষও ঢুকে পড়ল যারা চালকবিহীন ট্রেন পরিষেবা চালু করেছে।

আরও পড়ুন: ডিডিসিএ’‌তে অরুণ জেটলির মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে একমঞ্চে সৌরভ -শাহ, জল্পনা জারি

রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রের এই উদ্যোগ দেশের পরিবহণ ব্যবস্থায় গতি আনবে ও এক নতুন যুগের সূচনা করবে। অন্যদিকে, দিল্লি মেট্রোর দাবি, দুনিয়ায় বিভিন্ন শহরে ৭ শতাংশ মেট্রো রেল চলে চালক ছাড়াই। দিল্লিতেও তা চালু হলে সেই এলিট ক্লাবে ঢুকে পড়বে ভারতীয় মেট্রো রেল।

https://twitter.com/ANI/status/1343435906762457089?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1343435906762457089%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fpm-modi-flags-off-indias-first-driverless-train-on-delhi-metros-magenta-line%2F

দিল্লি মেট্রো সূত্রে খবর, Magenta Line-এ মসৃণভাবে চালকবিহীন ট্রেন চালানো গেলে ২০২১ সালের মাঝামাঝি রাজধানীর Pink Line-এও তা চালানো হবে।

এদিকে National Common Mobility Card চালু করা হচ্ছে দিল্লির Airport Express Line-এ। এর ফলে দেশে যাদের RuPay-Debit Card রয়েছে তারা ওই লাইনে ওই কার্ড ব্যবহার করে সফর করতে পারবেন। ২০২২ সাল নাগাদ দিল্লি মেট্রোর সব লাইনেই ওই ব্যবস্থা চালু হয়ে যাবে।

আরও পড়ুন: একুশের নির্বাচনের আগে বড় দায়িত্ব পেলেন শোভন, পদ-প্রাপ্তি হল বৈশাখীরও

Exit mobile version