৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করবেন মোদী স্বয়ং !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জল্পনার অবসান। আগামী ৫ অগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পুণেতে একথা জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি।

আগামী ৫ অগস্ট হবে শিলান্যাস অনুষ্ঠান। করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে এই অনুষ্ঠান উপলক্ষে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক হয়েছে, ২০০-র বেশি মানুষ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তাঁদের মধ্যে ১৫০ জন আমন্ত্রিত অতিথি থাকবেন।

আরও পড়ুন : যোগী রাজ্যে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু হাসপাতালে, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

৫ অগস্ট রাম মন্দিরের শিলান্যাসের আগে অযোধ্যায় রামের উপাসনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি হনুমান গরহি মন্দিরে হনুমানের পুজোও করবেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি আরও জানিয়েছেন, রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে।

বুধবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানিয়েছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই অনুষ্ঠানে ২০০-র বেশি মানুষ উপস্থিত থাকবেন না। তাঁদের মধ্যে ১৫০ জন আমন্ত্রিত অতিথি।’

প্রথমে ঠিক ছিল রামনবমী বা অক্ষয় তৃতীয়ার দিনই শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ। কিন্তু করোনাভাইরাসের দাপটে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে জানা যায়, ১০ জুন থেকেই শুরু হতে চলেছে রাম মন্দির নির্মাণের কাজ। শেষ মুহূর্তে সেটাও বাতিল হয়ে যায়।

অযোধ্যার রাম মন্দির কেমন হবে, তিন দশক আগে তার নকশা করে রেখেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই অনুযায়ী, আগে ১২৫ ফুট উচ্চতার কথা ভাবা হলেও বর্তমানে তা বাড়িয়ে ১৬০ ফুট করার প্রস্তাব পেশ করা হয়েছে। মন্দিরের প্রথম তলা ১৮ ফুট উঁচু এবং দ্বিতীয় তলের উচ্চতা ১৫ ফুট ৯ ইঞ্চি হওয়ার কথা।

আরও পড়ুন : ৫০% শিক্ষক-অশিক্ষক কর্মীকে অগস্টে স্কুলে যেতেই হবে, নয়া নির্দেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest