Site icon The News Nest

১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে বন্ধ হচ্ছে বহু এটিএম! গ্রাহক সুরক্ষায় সিদ্ধান্ত ব্যাংকের

Atm

প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এটিএম জালিয়াতির ঘটনা। সাধারণ মানুষও শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজেদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না নন-ইএমভি (Non-EMV) এটিএমগুলো। অর্থাৎ ওই ATM থেকে আর টাকা তুলতে পারবেন না গ্রাহকরা। টুইট করেও বিষয়টি জানানো হয়েছে ব্যাংকের পক্ষ থেকে।

বর্তমানে বেশিরভাগ এটিএমগুলোই ইএমভি যুক্ত। অর্থাৎ টাকা তোলার সময় কার্ড মেশিনে আটকে থাকবে। এটিএম জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ। তবে অনেক জায়গাতেই পিএনবি-র নন-ইএমভি এটিএম রয়েছে। আর সেগুলোই বন্ধ করতে চলেছে তাঁরা। কারণ হিসেবে এটিএম কার্ড জালিয়াতির বিষয়টিই জানানো হয়েছে। এই নিয়ে গত ১৪ জানুয়ারি পিএনবির তরফ থেকে টুইটও করা হয়। তাতে লেখা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নন-ইএমভি এটিএম থেকে আর টাকা তুলতে পারবেন না পিএনবির গ্রাহকরা। কার্ড জালিয়াতির হাত থেকে গ্রাহকদের বাঁচাতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন:ভাড়া বাড়ানোর দাবিতে ২৮ জানুয়ারি থেকে টানা তিনদিন রাজ্যে বাস ধর্মঘট

আরও পড়ুন: ‘তাণ্ডব’ নির্মাতাদের মাথা কাটার হুমকি! কঙ্গনার টুইটারে অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা

 

Exit mobile version