Site icon The News Nest

রামমন্দির দেখিয়েও বারাণসী-অযোধ্যায় শোচনীয় পরাজয় বিজেপির

Yogi Adityanath Narendra Modi

মন্দির ওহী বানেগা। মন্দির ওখানেই হচ্ছে। রামমন্দির। কোরোনার প্রথম ঢেউয়ে যার উদ্বোধন করেছিলেন মোদী নিজে। সেখানে পঞ্চায়েত ভোটে মোদীর দল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। মোদীর নির্বাচন কেন্দ্র বারাণসীতে খুব খারাপভাবে হেরেছে বিজেপি।

খারাপ সময় যাচ্ছে মোদীজির তথা বিজেপির । বিজেপি নামক গোটা দলটি মোদীর কাছে আত্মসমর্পণ করেছে। তাই এই পরাজয় বিজেপি এবং মোদীকেই ভাগ করে নিতে হবে।  উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনকেন্দ্র বারাণসীতে ভরাডুবি হল বিজেপি-র।

আরও পড়ুন : ‘আরও একটা কাশ্মীর হচ্ছে বাংলা’, বিতর্কিত টুইটের জেরে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড

পাশাপাশি, ‘রাম জন্মভূমি’ অযোধ্যা এবং ‘কৃষ্ণের এলাকা’ মথুরাতেও পরাজিত পদ্ম শিবির। সামগ্রিক ভাবেও যোগী আদিত্যনাথের রাজ্যে বিরোধীরা বিজেপি-র তুলনায় অনেক বেশি আসনে জিতেছে। বাংলার পরাজয়ের পর উত্তরপ্রদেশের এই পরাজয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।

বারাণসী জেলা পঞ্চায়েতের (জেলা পরিষদ) ৪০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে মাত্র ৮টিতে। এনডিএ জোটের শরিক আপনা দল (এস) পেয়েছে ৩টি। রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পেয়েছে ১৫টি, বিএসপি ৫ এবং আম আদমি পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ১টি করে আসনে জিতেছে। কয়েকটি আসন গিয়েছে নির্দলদের দখলে।

অযোধ্যা জেলা পঞ্চায়েতের ৪০টি আসনের মধ্যে ২৪টি জিতেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বিজেপি-র ঝুলিতে মাত্র ৬। বিএসপি ৫ এবং নির্দল ও অন্যেরা ৫টি আসনে জিতেছে। মথুরা জেলা পঞ্চায়েতে বিএসপি ১২ এবং অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদল ৯টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে মাত্র ৩টিতে।

রবিবার থেকে উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। জেলা পঞ্চায়েতের ৩ হাজার ৫০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ৯১৮টি তে বিজেপি জিতেছে বলে দলের তরফে দাবি করা হয়েছে।

আরও পড়ুন : ‘আরও একটা কাশ্মীর হচ্ছে বাংলা’, বিতর্কিত টুইটের জেরে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড

Exit mobile version