সম্বিতের টুলকিট-টুইট ‘ম্যানিপুলেটেড’, কংগ্রেসকে তোপ দাগতে গিয়ে মুখ পুড়ল BJP-র

সম্বিতের সেই দাবিকে উড়িয়ে দিয়েছিল কংগ্রেস। এবার কার্যত কংগ্রেসের দাবিকে মান্যতা দিয়েই সম্বিত পাত্রের সেই টুইটকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' বা কারসাজি করা মিডিয়ার ট্যাগ দেওয়া হল টুইটার কর্তৃপক্ষের তরফে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টুলকিট সংক্রান্ত একটি টুইট করে সম্প্রতি কংগ্রেসকে চাপে ফেলতে চেয়েছিল বিজেপি। সেই লক্ষ্যে বিজেপির মুখ্য মুখপাত্র সম্বিত পাত্র কয়েকদিন আগে একটি টুইট করে দাবি করেন যে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানহানীর লক্ষ্যে করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করতে চাইছে।

তবে সম্বিতের সেই দাবিকে উড়িয়ে দিয়েছিল কংগ্রেস। এবার কার্যত কংগ্রেসের দাবিকে মান্যতা দিয়েই সম্বিত পাত্রের সেই টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ বা কারসাজি করা মিডিয়ার ট্যাগ দেওয়া হল টুইটার কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন : ‘কোনও উপকারিতা নেই’, করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের বিরুদ্ধে WHO এর আগে মার্কিন নির্বাচনের সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটগুলিকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ দিয়েছিল টুইটার। যার অর্থ, সেই টুইটের বক্তব্যের সত্যতা প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ প্রসঙ্গে টুইটার তারে পলিসিতে জানিয়েছে, আমরা যেকোনও ভিডিয়ো, অডিয়ো, ছবিকে ম্যানিপুলেটেড মিডিয়া ট্যাগ দিতে পারি যদি সেটি ভুয়ো হয়ে থাকে বা সেই মিডিয়ার মাধ্যমে অন্য কারোর ক্ষতি হতে পারে।

এই আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় সম্বিত পাত্রের টুইটিকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ দেয় টুইটার। এর আগে এই টুইট প্রসঙ্গে কংগ্রেসের তরফে টুইটারের কাছে অভিযোগ জানিয়ে দাবি করা হয়েছিল যে বিজেপি নেতার শেয়ার করা টুলকিটটি কংগ্রেসের বলে দাবি করা হলেও সেটি মিথ্যা। এর আগে একটি সংবাদ ওয়েবসাইটের তরফে ফ্যাক্ট চেকের পর দাবি করা হয়েছিল, সম্বিত পাত্রের শেয়ার করা টুলকিটটি ভুয়ো।

এর আগে বিজেপি নেতা সম্বিত পাত্র কংগ্রেসের এক টুলকিট প্রকাশ করে দাবি করেন, যে কংগ্রেস কোভিডকালে দলীয় কর্মীদের করোনা ভাইরাসের নতুন স্ট্রেনকে ‘মোদী স্ট্রেন’ বলার পরামর্শ দেওয়া হচ্ছে। কংগ্রেসের দাবি, এই টুলকিটটি ভুয়ো। এই ঘটনায় বিজেপিকে পাল্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে কংগ্রেসের দাবি, বিজেপি মিথ্যাচার করছে। কংগ্রেসের তরফে বলা হয়, ভুয়ো তথ্য ছড়াচ্ছে বিজেপি। অতিমারীর মোকাবিলা করতে ব্যর্থ বিজেপি সরকার। তাই এখন নিজেদের দোষ ঢাকতে মিথ্যে কথা রটিয়ে নিজেদের আড়াল করতে চাইছে। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ভুয়ো খবর ছড়ানোর দায়ে সম্বিত পাত্র এবং জেপি নাড্ডার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest