‘জাতীয় জরুরি অবস্থা’, কোভিড নিয়ে কেন্দ্রকে শীর্ষ কোর্টের ‘কড়া’ নোটিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দেশে সংক্রমণের ব্যাপক বৃদ্ধির মধ্যেই অক্সিজেন সরবরাহ ও টিকাকরণের জন্য কেন্দ্রকে একটি নির্দিষ্ট ‘জাতীয় পরিকল্পনা’ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রেও কেন্দ্রকে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিতে বলেছে দেশের শীর্ষ আদালত। এই বিষয়ে কেন্দ্রকে নোটিসও দিয়েছে সুপ্রিম কোর্ট।এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে দেশের শীর্ষ আদালত।

বৃহস্পতিবার সেই মামলায় প্রধান বিচারপতি কেন্দ্রের উদ্দেশে নোটিশ জারি করে বলেন, ‘দেশের এখনকার অবস্থা জাতীয় জরুরি অবস্থার সমান। এমন এক সময়ে আমরা গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনতে একটি জাতীয় পরিকল্পনা দেখতে চাই। দেশে সবপ্রান্তে অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধের সরবরাহ, দেশজুড়ে টিকাকরণের পদ্ধতি ও পরিকল্পনা-মূলত এই চারটি বিষয় নিয়ে জাতীয় পরিকল্পনা আমরা জানতে চাই। রাজ্যের সমস্যা নিয়ে পর্যালোচনার ক্ষেত্রেও নিজেদের হাতে ক্ষমতা রাখতে চাইছি আমরা।’

আরও পড়ুন: অবস্থার উন্নতি, ভাল আছেন মদন মিত্র, থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে

আজ রয়েছে সেই মামলার শুনানি।গোটা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ সহ গোটা ভারতজুড়েই তীব্র অক্সিজেনের আকাল। হাসপাতাল পথেঘাটে শ্বাসকষ্টে ভোগা মানুষের ভিড়। এই পরিস্থিতির প্রশ্ন উঠছে, গত বছর করোনার বাড়বাড়ন্তের সময় দীর্ঘ লকডাউন করা হলেও তারপর থেকে কেন আগাম কোনও প্রস্তুতি নেওয়া হল না? কেনই বা দেশজুড়ো এমন বেড, ওষুধ, অক্সিজেনের আকাল? এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ ও ভ্যাকসিন প্রদানের জন্য কেন্দ্রকে একটি ‘জাতীয় পরিকল্পনা’ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।

শুধু তাই নয়, দেশের বর্তমান করোনা পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলেও মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে।শুধু তাই নয়, দেশের প্রধান বিচারপতি এরপর বলেন, ‘দিল্লি, বম্বে, সিকিম, মধ্যপ্রদেশ, কলকাতা ও ইলাহাবাদ হাইকোর্টে এই বিষয়ে মামলা চলছে। বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। তাই সুপ্রিম কোর্টও দেশের এই বিপর্যয়ের সময় প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’

আরও পড়ুন: ভাইজান ইজ ব্যাক! ঈদে হলেই মুক্তি পাবে ‘রাধে’! দেখুন দুর্দান্ত অ্যাকশনে পরিপূর্ণ ট্রেলার…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest