Site icon The News Nest

রিলায়েন্সকে পিছনে ফেলে দেশে প্রথম TCS, আম্বানিকে পিছনে ফেললেন টাটা!

WhatsApp Image 2021 01 11 at 10.29.48 AM

গত কয়েক মাস ধরে রিলায়েন্সের শেয়ারগুলি চাপের মধ্যে রয়েছে। যার কারণে বাজারে বড় হ্রাস পড়েছে। একই সঙ্গে টিসিএসের মার্কেট ক্যাপ একটানা বেড়েছে।গত সপ্তাহের কথাই যদি ধরা যায় তাহলে দেখা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি দাঁড়িয়েছে ৩৪,২৯৬.৩৭ কোটি টাকা। এখন সংস্থার মার্কেট ক্যাপটি নেমে এসেছে ১২, ২৫, ৪৪৫.৫৯ কোটি টাকায়।

আরও পড়ুন: সমুদ্র থেকে ভেসে এল ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, যাত্রীদের দেহাংশ উদ্ধার!

টিসিএসের বাজার মূলধন এখন ১১.৭০ লক্ষ কোটি টাকা। যদিও টিসিএসের মার্কেট ক্যাপ গত সপ্তাহে মারাত্মকভাবে বেড়েছে। বিএসইতে টিসিএসের মার্কেট ক্যাপ ৭২,১০২.০৭ কোটি টাকা বেড়েছে। যার কারণে সংস্থার মার্কেট ক্যাপ বেড়েছে ১১,৭০,৮৭৫.৩৬ কোটি টাকা।

বিশেষজ্ঞরা অনুমান করছেন যে টিসিএসও আগামী সপ্তাহে আরআইএলকে পরাজিত করে দেশের প্রথম নম্বর সংস্থা হতে পারে। ৮ জানুয়ারির টিসিএস তৃতীয় কোয়ার্টারের ফলাফল ঘোষণা করেছে। ফলাফল খুব চিত্তাকর্ষক হয়েছে। আশা করা হচ্ছে যে পরের সপ্তাহে টিসিএসের শেয়ার বাড়তে থাকবে।

চলতি অর্থবছরের তৃতীয় ধাপে (অক্টোবর-ডিসেম্বর) টিসিএসের মোট মুনাফা ৭.২ শতাংশ বেড়ে ৮৭০১ কোটি টাকা হয়েছে। আগের অর্থবছরের একই প্রান্তিকে কোম্পানি ৮১১৮ কোটি টাকার নিট মুনাফা করেছে।ত্রৈমাসিকের সময়, কোম্পানির আয় ৫.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১৫ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৯ ৮৫৪ কোটি টাকা।

আরও পড়ুন: এবার ওয়েব দুনিয়ায় পা রাখছেন প্রসেনজিৎ, বিপরীতে থাকছেন এই বলিউড ডিভা

Exit mobile version