প্রকাশ্যে TRP জালিয়াতি, ICU-তে ভর্তি জেলবন্দি প্রাক্তন BARC প্রধান পার্থ দাশগুপ্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অর্ণব গোস্বামীর সঙ্গে ৫০০ পাতার চর্চিত হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার কয়েকঘন্টার ব্যবধানেই গুরুতর অসুস্থ প্রাক্তন BARC -এর সিইও পার্থ দাশগুপ্ত। টিআরপি কেলেঙ্কারির অন্যতম এই অভিযুক্তকে গত মাসেই গ্রেফতার করে মুম্বই পুলিশ। এরপর থেকে বিচারবিভাগীয় হেফাজতে তালোজা জেলেবন্দি ছিলেন পার্থ দাশগুপ্ত, তবে আপতত তাঁর ঠিকানা জেজে হাসপাতাল। শুক্রবার সকালে তাঁর রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

টেলিভিশন রেটিং-এ হেরফের করতে বার্কের (Broadcast Audience Research Council)-এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, এমনই চাঞ্চল্যকর দাবি মুম্বই পুলিশের। ক্রাইম বাঞ্চের হাতে গত ২৪ ডিসেম্বর গ্রেফতার হন পার্থ দাশগুপ্ত।

আরও পড়ুন:  কেন্দ্রের বহু গোপন তথ্য আগে থেকেই জেনে যান অর্ণব গোস্বামী! পুলওয়ামা হামলায় উচ্ছাস প্রকাশ, ৫০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে বিতর্ক

তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করেছেন জেল সুপারিনটেন্ডেন্ট কৌস্তব কুরলেকর। অপর এক জেল আধিকারিক জানান, ‘পার্থ দাশগুপ্তর শরীরে ব্লাড সুগারের মাত্রা আমচকাই শুক্রবার সকালে বেড়ে যায়। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকলে তাঁর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপতত আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রয়েছেন পার্থ দাশগুপ্ত’।

পার্থ দাশগুপ্তর মোবাইলের ডেটা পুনরুদ্ধার করেই ডিলিট করা ৫০০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে এসেছে মুম্বই পুলিশের। রিপাবলিক টিভির এডিটির ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পার্থ দাশগুপ্তর, এবং টেলিভিশনের রেটিংয়ের হেরফের নিয়ে টাকা পয়সার আদান-প্রদানের উল্লেখও রয়েছে বলে খবর। মুম্বই পুলিশ আদালতে গত ১১ জানুয়ারি চার্জশিট জমা দিয়েছে, সেখানে প্রমাণ হিসাবে উল্লেখ রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটেরও।

আরও পড়ুন: ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন? জানুন কী করে ফেরত পাবেন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest