Site icon The News Nest

২৯ জানুয়ারি শুরু হচ্ছে বাজেট অধিবেশন, ১ ফেব্রুয়ারি পেশ হতে পারে বাজেট

indian parliament pic

আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি (CCPA)। এ দিন কমিটির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, ২৯ জানুয়ারি থেকে ৮ এপ্রিলের মধ্যে দুই অর্ধ্বে সংসদের বাজেট অধিবেশন আয়োজিত হবে। ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। আবার ৮ মার্চ শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।

আগামী ২৯ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। গত কয়েক বছরের মতো এ বছরও ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট (Union budget)। সূত্রের খবর, প্রথমার্ধ্বের অধিবেশন চলতে পারে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মার্চে আবার দ্বিতীয়ার্ধ্বের অধিবেশন।

আরও পড়ুন: Breaking: মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা, জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও ইস্তফা

মঙ্গলবারই সংসদের বাজেট অধিবেশন (Parliamenrt session) নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সংসদ বিষয়ক মন্ত্রক। মন্ত্রী প্রহ্লাদ যোশি চিঠি লিখে জানিয়েছেন,”করোনা পরিস্থিতিতে শীতকালীন অধিবেশন কাটছাঁট করতে হয়েছিল। তাই চলতি বছর জানুয়ারিতে বাজেট অধিবেশন নির্দিষ্ট সময়ে করার প্রস্তাব দেওয়া হয়েছে।”

জানা গিয়েছে, ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট নিয়ে আলোচনা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর মার্চের ৮ তারিখ থেকে আবার শুরু হবে সংসদের দ্বিতীয়ার্ধ্বের অধিবেশন। চলবে এপ্রিলের ৮ তারিখ পর্যন্ত।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাজেট অধিবেশন চলাকালীন সমস্ত কোভিড সংক্রান্ত শর্তাবলী মানা হবে। CCPA-র দেওয়া প্রস্তাবের উপরে ভিত্তি করে সংসদে বাজেট অধিবেশন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

কংগ্রেস সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) স্পষ্টই জানিয়েছেন, ”আমরা আগেও কৃষি আইন নিয়ে বিতর্ক চেয়েছিলাম। এবারও সেই দাবি তুলব। দিল্লিতে এই ঠাণ্ডার মধ্যে কৃষকরা যেভাবে বসে টানা বিক্ষোভ করছেন, তা দেশের ইমেজের পক্ষে মোটেই ভাল নয়। এসব নিয়ে সরব হবে কংগ্রেস।” সুতরাং, সংসদের বাজেট অধিবেশন নানা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা থাকছেই।

আরও পড়ুন: শরীর ভীষণ খারাপ ছিল, তাই শোভন আমাকে ছেড়ে মিছিলে যেতে পারেননি:‌ বললেন বৈশাখী

 

Exit mobile version