বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক পথ দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৬ জনই শিশু। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে, প্রয়াগরাজ-লখনউ হাইওয়ের উপর, মানিকপুকুর থানা এলাকায়।উত্তর প্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, নিহতরা সকলেই এক পরিবারের সদস্য এবং তাঁদের আত্মীয়। বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারকে যথাযথ সাহায্য করতে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: গল্প নয় ১০০ শতাংশ সত্যি! প্রথমবার পর্দায় এক সঙ্গে তিন খান…জানুন লেটেস্ট আপডেট
পুলিশ সূত্রে খবর, ট্রাকটি হাইওয়ের উপর এক ধারে পার্ক করা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে একটি বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিতে সজোরে ধাক্কা মারে। জানা যায়, নবাবগঞ্জে একটি বিয়েবাড়ি ছিল। সেখান থেকেই বিয়েবাড়ির আমন্ত্রিতদের নিয়ে ফিরছিল বোলেরোটি। ঘটনাস্থলেই বোলেরোর যাত্রী ১৪ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে কুন্ডার সমবায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁদের মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানানো হয়।শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Pratapgarh: Fourteen persons including six children died after the vehicle they were travelling in collided with a truck on Prayagraj-Lucknow highway under limits of Manikpur police station last night. pic.twitter.com/2WOFMUyO8Z
— ANI UP (@ANINewsUP) November 20, 2020
রাতের কুয়াশায় দূর থেকে ট্রাকটিকে দেখতে না পাওয়ার কারণেই বিপত্তি নাকি বোলোরোর চালক ঘুমিয়ে পড়েছিলেন, সে কারণেই দুর্ঘটনা পুলিশ তা খতিয়ে দেখছে। দুর্ঘটনার সময় বোলেরোর গতি কত ছিল, রাতের ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না, তা-ও দেখছেন পুলিশের তদন্তকারী অফিসাররা।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দীনেশ কুমার (৪০), পবন কুমার (১০), দয়ারাম (৪০), আমন (৭), রামসমঝ (৪০), গৌরব কুমার (১০), নান ভাইয়া (৫৫), শচীন (১২), হিমাংশু (১২), মিথিলেশ কুমার (১৭), অভিমন্যু (২৮), পারশনাথ (৪০) এবং এসইউভি চালক বোলেরো বাবলু (২২)। তাঁদের মধ্যে ১২ জন জিগরাপুর গ্রামের বাসিন্দা। চালক-সহ বাকি দুই আরোহী অন্য গ্রামের অধিবাসী।
আরও পড়ুন: কি ভাবে ১৫ বছরের ছোটো রোহমানের সঙ্গে প্রেম শুরু, অবশেষে রহস্য ফাঁস করলেন সুস্মিতা