নারী নির্যাতন নিয়ে বাংলাকে আক্রমণের দিনই অনাচার যোগীরাজ্যে! গর্ত থেকে উদ্ধার কিশোরীর দেহ

হাথরাসে নির্যাতিতার বাবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ও কিশোরীর হত্যার জোড়া ঘটনা ফের বুঝিয়ে দিল উত্তরপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশেই।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বছর বারোর নিখোঁজ এক কিশোরীর দেহ উদ্ধার হল একটি গর্ত থেকে। হাথরস-কাণ্ডে নির্যাতিতার বাবাকে গুলি করে খুনের ঘটনার পরের দিনই ফের চাঞ্চল্য উত্তরপ্রদেশের পশ্চিমে বুলন্দশহরে। ওই কিশোরীকে যৌন নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ ফেব্রুয়ারি ওই কিশোরী নিঁখোজ হয়। মঙ্গলবার তার দেহ একটি বাড়ির পাশে গর্ত থেকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার দিন ওই বাড়িটি থেকে প্রায় ১০০ মিটার দূরে জমিতে কাজ করছিল ওই কিশোরী তার ২ বোন এবং তাদের মা। ক্ষেতে কাজ করতে করতে ওই কিশোরী ‘জল তেষ্টা পাচ্ছে’ বলে বাড়ির উদ্দেশে যায়। দীর্ঘ ক্ষণ কেটে গেলেও সে ফিরে আসেনি। বাড়িতেও পাওয়া যায়নি তাকে। চার দিকে খোঁজ শুরু হয়। সন্ধ্যায় ফের ওই ক্ষেত এবং ওই বাড়ির কাছে খোঁজা শুরু হয়। সেখানে এক মত্ত ব্যক্তিকে পাওয়া গেলেও কিশোরীর কোনও খোঁজ মেলেনি।

দিন তিনেক কিশোরীর কোনও খোঁজ না মেলায় ২৮ ফেব্রুয়ারি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ। অবশেষে নিখোঁজ হওয়ার ৬ দিন পর মঙ্গলবার কিশোরীর দেহ উদ্ধার হয়। নিঁখোজ হওয়ার দিন ওই কিশোরীরা যে ক্ষেতে কাজ করছিল তার কাছের বাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। সেখানে দেখা যায় কিছুটা মাটি খোঁড়া। সেই মাটি সরাতেই কিশোরীর দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: নাবালিকা ধর্ষিতাকে বিয়ে করুন, সরকারি চাকরি থেকে যাবে, – ‘প্রস্তাব’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

বুলন্দশহর পুলিশের এক কর্তা সন্তোষকুমার সিংহ জানিয়েছেন, যে বাড়ি থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়েছে সেখানে এক ব্যক্তি তাঁর ছেলেকে নিয়ে থাকতেন। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বছর বাইশের ছেলে হরেন্দ্র পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে কিশোরীটিকে খুনই করা হয়েছে। এমনকি যৌন নির্যাতনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা বিষয়টিই তদন্ত করে দেখা হচ্ছে।’’

গতকালই রাজ্যে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিজেপির হয়ে প্রচার করতে এসে তিনি মমতা (Mamata Bandyopadhyay) সরকারকে আক্রমণ করে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা অত্যন্ত বিপন্ন। যদিও তাঁর নিজের রাজ্যেই নারী নির্যাতনের করুণ ছবিটা বারবার স্পষ্ট হয়ে উঠছে। হাথরাসে নির্যাতিতার বাবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ও কিশোরীর হত্যার জোড়া ঘটনা ফের বুঝিয়ে দিল উত্তরপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশেই।

আরও পড়ুন: সরকারের বিরোধিতা করার অর্থ দেশদ্রোহিতা নয়, ফারুক আবদুল্লা মামলায় ‘সুপ্রিম’ রায়

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest