দেশের বৃহত্তম কোভিড সেন্টারে ধর্ষণ কিশোরীকে, গ্রেফতার দুই করোনা আক্রান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিল্লিতে তৈরি  হয়েছে দেশের সর্ব বৃহৎ কোভিড সেন্টার। সেখানেই তরুণীকে ধর্ষণ করার খবর মিলল। তাও একেবারে আইটিবি-র নাকের ডগায়। এই ঘটনায় অভিযুক্ত ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। দুই জনেই করোনা পজিটিভ।

দিল্লির ছতরপুরে দেশের বৃহত্তম কোভিড সেন্টারে এই কাণ্ড ঘটেছে। ১৪ বছরের এক কিশোরীকে গত সপ্তাহে ধর্ষণ করা হয়েছে এই ১০ হাজার বেড বিশিষ্ট কোভিড সেন্টারে। অভিযুক্তও টিনএজার, ১৯ বছরের এক তরুণ। জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : Independence Day 2020: ডিজিটাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জোর, জমায়েত না করার নির্দেশ কেন্দ্রের

ঘটনার কথা জানাজানির পরেই কিশোরীকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তার কোভিডের চিকিৎসাও চলছে। অন্যদিকে দুই অভিযুক্তকেও অন্য একটি হাসপাতালে ভর্তি করা আছে, বিচারবিভাগীয় কাস্টডিতে, জানিয়েছে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার পরবিন্দর সিং। পসকোর আওতায় কেস দায়ের করা হয়েছছে ময়দান গারহি পুুলিশ স্টেশনে।

ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ এই সেন্টারটিতে নিরাপত্ত দেয়। কিন্তু তার মধ্যেও ১৫ জুলাই এই ঘটনা হয়েছে। ১০,২০০ টি বেড থাকলেও বর্তমানে মাত্র ২৫০ জন আছেন সেখানে।তাই অনেক খালি জায়গা আছে। মোট ১০০জন জওয়ান নিয়োগ করেছে আইটিবিপি।

যেটুকু জানা গিয়েছে তা হল, কিশোরী ও এই দুই অভিযুক্তের কোভিড সেন্টারে গিয়ে পরিচিয় হয়। ১৫ তারিখ অভিযুক্ত মেয়েটিকে ওই কোভিড সেন্টারের মধ্যে একটি নিরিবিলি জায়গাতে নিয়ে যায়। তারপর নিজের সঙ্গীকে পাহারায় বসিয়ে কোভিড সেন্টারের শৌচাগারের কাছে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে ১৯ বছরের অভিযুক্ত। পুরো ঘটনাটি রেকর্ড করে ওই ছেলেটির সঙ্গী।

পরের দিন ওখানকার কর্মীদের কাছে এই কথা বলে মেয়েটি। তারপর পুলিশকে জানানো হয়। হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে যেখানে মেডিক্যাল টেস্টে যৌন হেনস্থার প্রমাণ পাওয়া গিয়েছে। একজন আইটিবিপি কর্তা জানিয়েছেন শৌচাগারের কাছে জওয়ানরা থাকে না, সামাজিক দূরত্ব বজায় রাখতে। তবে এই ঘটনার তদন্ত হচ্ছে ও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন : প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest