‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে আপত্তি, যোগী রাজ্যে আগুনে ছুড়ে ফেলা হল ১৫ বছরের কিশোরকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#লখনউ: জয় শ্রীরাম না বলায় ১৫ বছরের এক কিশোরকে আগুনে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল যোগী আদিত্যনাথের রাজ্যে। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় কিশোরকে ভর্তি করা হয়েছে বারাণসীর কবীর চৌরা হাসপাতালে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের চাণ্ডৌলিতে বাবা-মায়ের সঙ্গে থাকে ওই কিশোর৷ ব্যক্তিগত কাজে দুধারি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল সে৷ অভিযোগ, আচমকাই চারজন তাকে ঘিরে ধরে৷ প্রায় জোর করে টেনেহিঁচড়ে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে৷ দু’জন মিলে তার হাত-পা বেঁধে ফেলে৷ ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার জন্য জোর করা হয় ওই মুসলমান কিশোরকে৷ তবে সে বলতে রাজি হয়নি৷ এই নিয়ে অপহরণকারীদের সঙ্গে ওই কিশোরের কথা কাটাকাটি হয়৷ কিশোরের আরও অভিযোগ, আচমকাই অপহরণকারীদের দলে থাকা এক যুবক কিশোরের গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়৷ কিছু বুঝে ওঠার আগেই কিশোরের গায়ে জ্বলন্ত দেশলাই কাঠি ছুঁড়ে দেয় সে৷ জীবন্ত জ্বলন্ত অবস্থায় ছটফট করতে শুরু করে কিশোর৷ পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় চারজন৷

কিশোরের দাবি, ওই পরিস্থিতিতে তাকে বাঁচাতে কেউই এগিয়ে আসেনি৷ বাধ্য হয়ে অতি কষ্টে বাড়ি পৌঁছয় সে৷ তড়িঘড়ি পরিজনেরা কিশোরকে উদ্ধার করে কাশীর কবির চৌরা হাসপাতালে ভরতি করেন৷ চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে৷ অবস্থা অত্যন্ত সংকটজনক৷ আদৌ তাকে বাঁচানো সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয়ে চিকিৎসকরা৷ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা জানা যায়নি৷ তবে যোগীরাজ্যের এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest