ভারত-পাক সীমান্তে বিএসএফের গুলি, পঞ্জাবে হত ৫ অনুপ্রবেশকারী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিল্লিতে বিস্ফোরক-সহ একজন আইএসআইএস (ISIS) জঙ্গি গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাব সীমান্তে বড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। পাকিস্তান থেকে অনুপ্রবেশের সময় পাঁচজন জঙ্গিকে খতম করলেন বিএসএফ জওয়ানরা।

বিএসএফ সূত্রে খবর, এ দিন ভোর পৌনে ৫টা নাগাদ তারণ তরণ জেলার খেমকরনে ভারত-পাক সীমান্ত দিয়ে ৫ জন অনুপ্রবেশকারী এ দেশে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফের টহলদারি দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়।

আরও পড়ুন: দিল্লিতে নাশকতার ছক বানচাল, গুলির লড়াইয়ের পর গ্রেফতার সন্দেহভাজন ISIS জঙ্গি

বিএসএফ আরও জানিয়েছে, টহলদারি দলটিকে দেখামাত্রই তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। বিএসএফের গুলিতে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছেন বিএসএফ জওয়ানরা।

প্রথমে তিন জনের  মৃতদেহ ও পরে আরো দুটি মৃতদেহের খোঁজ পায় বিএসএফ। ঘটনাস্থল থেকে কালশেনিকভ রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে। বিএসএফ জানিয়েছে যে মাটিতে মাইন পোঁতা থাকতে পারে, এই আশঙ্কায় খুব ধীরে ধীরে পুরো জায়গাটির তল্লাশি চালাচ্ছেন তাঁরা। বিএসএফ জানিয়েছে যে এটা খোঁজ করা হচ্ছে যে মৃতরা পাকিস্তানি কিন। পুরো অপারেশন শেষ হলে সবিস্তারে বলা যাবে বলে জানিয়েছে বিএসএফ।

আরও পড়ুন: মাস্ক-গ্লাভস-থার্মাল গান, ভোটের জন্যে নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest