অরুণাচলের নিখোঁজ ৫ যুবকের হদিশ মিলেছে চিনে,জানালেন রিজিজু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পূর্ব লাদাখের চিন সীমান্তে  উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অরুণাচল প্রদেশের নিখোঁজ পাঁচ যুবককে নিয়ে শঙ্কা ক্রমশ বাড়ছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানালেন, ওই পাঁচজনের হদিশ পেয়েছে চিন।

মঙ্গলবার রিজিজু বলেন, ‘ভারতীয় সেনা যে হটলাইন বার্তা পাঠিয়েছিল, তাতে সাড়া দিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তারা নিশ্চিত করেছে যে অরুণাচল প্রদেশের নিখোঁজ পাঁচ যুবকের সন্ধান পেয়েছে তাদের বাহিনী। আমাদের কর্তৃপক্ষের হাতে তাঁদের তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

আরও পড়ুন : পরিচয়পত্রে এ বার থাকবে মায়েরও নাম! নয়া আফগান আইন দিচ্ছে দিন বদলের বার্তা

যারা নিখোঁজ হয়েছিলেন তাদের বয়স ১৮-২২ এর মধ্যে। প্রত্যেকেই পড়ুয়া। নিখোঁজ হয়েছিলেন ১ সেপ্টেম্বর।ওরা ওখানে মালপত্র বহনের কাজ করতে গিয়েছিল। ভারত-চীন ম্যাকমোহন লাইনে তারা আগেও গিয়েছে। কখনও কুলি হিসাবে কাজ করতে , কখনও জড়িবুটি তুলে আনতে। ওই পাহাড়ি এলাকায় বিশেষ কিছু জড়িবুটি পাওয়া যায়।

অরুণাচলের আপার সুবানসিড়ি জেলা ছাড়াও সিইয়ুম, নাচো,লামেকিংও টাস্কিং জেলার বহু গ্রামবাসী সীমান্তে কাজ করতে যায়। ওদের কাজ হল আইটিবিকে সাহায্য করা। এবারও তেমনটাই হয়েছে। কিন্তু বদলে গিয়েছে ভারত-চিনের সম্পর্ক। যখন নিখোঁজ অরুণাচলবাসীদের নিয়ে হৈচৈ হচ্ছে, তখন প্রতিক্রিয়ায় বেজিং জানায় তারা কোনও কালেই অরুণাচলপ্রদেশ বলে কোনো এলাকাকে স্বীকৃতি দেয়নি। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ভারতকে খোঁচা দিয়ে বলেন, আমাদের দেশের লোককে আমরাই অপহরণ করব কোন যুক্তিতে।

আরও পড়ুন : পুজোর আগেই সারদাকাণ্ডে চূড়ান্ত চার্জশিট পেশ করতে চলেছে CBI, এক IPS-সহ থাকতে পারে ৬টি নাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest