শিবসেনার আক্রমণ, তড়িঘড়ি উদ্ধব ঠাকরের বাড়িতে গিয়ে দেখা করলেন সোনু সুদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: সকালে ‘সামনায়’ তাঁর সমালোচনা। রাতে ‘মাতশ্রী’-তে দেখা গেল অভিনেতা সোনু সুদকে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন তিনি। উদ্ধব ও সোনুর সাক্ষাতের ছবি টুইটারে শেয়ার করেছেন আদিত্য ঠাকরে। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অভিনেতার উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছিলেন অভিনেতা সোনু সুদ। এই উদ্যোগের প্রশংসা করে রুপোলি পর্দার ‘ভিলেন’কে কার্যত নায়কের মর্যাদা দিয়েছে গোটা দেশ। কিন্তু সোনুর এই উদ্যোগকে বাঁকা চোখেই দেখছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। দলীয় মুখপত্র ‘সামনা’য় তিনি লেখেন, ‘‘সোনু সুদ এক জন অভিনেতা, যাঁর পেশা অন্য কারও লেখা সংলাপ আউড়ে যাওয়া এবং তা থেকেই জীবনধারণ করা। সোনু সুদের মতো এমন অনেকে আছেন যাঁরা ভাল টাকা পেলেই যে কোনও রাজনৈতিক দলের হয়েই আসরে নামবেন।’’ সঞ্জয়ের এই বক্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। কিন্তু রবিবার সন্ধ্যাতেই ওই ঘটনা নাটকীয় মোড় নেয়। ওই দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীতে পৌঁছন সোনু। উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সে কথা জানিয়েছেন উদ্ধব পুত্র আদিত্য ঠাকরেই। টুইটারে তিনি লেখেন, ‘‘এই সন্ধ্যায় সোনু সুদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেজির সঙ্গে দেখা করেন। সঙ্গে মন্ত্রী আসলাম শেখ ও আমি ছিলাম। যত বেশি মানুষকে পাশে পাওয়া যাবে, তত বেশি মানুষকে সাহায্য করা যাবে। একজোট হয়ে কাজ করলে ক্ষমতা আরও বাড়বে। এক জন ভাল মানুষের সঙ্গে দেখা করতে পেরে ভাল লাগছে।’’

আরও পড়ুন: যোগী রাজ্যে দলিত হত্যা, ইটের আঘাতে বাবা ও ছেলেকে খুন করল দুষ্কৃতীরা

উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার পর, সঞ্জয়ের বক্তব্যকে অবশ্য আমল দিতে চাননি সোনু। রাজ্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝির অভিযোগ উড়িয়ে দিয়েই অভিনেতা বলছেন, ‘‘তাঁরাও এই উদ্যোগকে সমর্থন করেছেন এবং এর সঙ্গে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা অন্য কিছু জড়িয়ে নেই। যাঁরা দুর্দশার মধ্যে পড়েছেন তাঁদের সকলের পাশে আমাদের দাঁড়াতে হবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সব রাজনৈতিক দলই আমাকে সমর্থন করেছে।’’

উদ্ধব ঠাকরের সঙ্গে সোনুর সাক্ষাতের পরেও অবশ্য সঞ্জয়ের বক্তব্যের ঝাঁঝ কমেনি। সোনু মাতোশ্রীতে পা রাখতেই টুইট করেন শিবসেনা মুখপাত্র। তাঁর কটাক্ষ, ‘‘অবশেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ঠিকানা খুঁজে পেলেন সোনু সুদ। তিনি মাতোশ্রীতে পৌঁছেছেন।’’

আরও পড়ুন: ট্রেনিংয়ের সময়েই ওড়িশায় ভেঙে পড়ল বিমান ! মৃত্যু দুই পাইলটের

Gmail 1

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest