ভোট আসন্ন বলেই কি শুধু বিহারে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ঘোষণা করল বিজেপি? বিরোধীদের এই প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী রবিবার জানালেন দেশের আপামর মানুষকেই বিনামূল্যে কোভিড টিকা দেওয়ানো হবে। এও জানালেন বিনামূল্যে কোভিড টিকা দিতে মাথাপিছু সরকারের খরচ হবে ৫০০ টাকা করে।
এই সপ্তাহেই বিহারে তিন দফার বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। তার আগেই বিজেপি বিহারে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ঘোষণা করায় সমালোচনায় সরব হন বিরোধীরা। তাঁরা প্রশ্ন তোলেন অতিমারিকেও কি ভোট কুড়নোর হাতিয়ার করতে চাইছে বিজেপি?
আরও পড়ুন: শেষে দাড়ি কেটে চাকরি ফিরে পাচ্ছেন ইন্তেজার আলী! মোদিজির দাড়ি লম্বা হচ্ছে দিন দিন !
পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাফাই দেন, ঘোষণাটি নিতান্তই নির্বাচনী ইস্তেহারের অংশ। কোভিড প্রতিষেধক ভ্যাক্সিন তৈরি হলে তা সমস্ত দেশবাসীর জন্য বিনামূল্যে দেওয়া হবে বলে গত ২০ অক্টোবর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ষড়ঙ্গী জানান, জনপ্রতি টিকা দেওয়ার খরচ পড়বে প্রায় ৫০০ টাকা।
আগামী নভেম্বর ওড়িশায় উপনির্বাচন উপলক্ষে প্রচারে এসে কেন্দ্রীয় মন্ত্রী ওড়িশার খাদ্য সরবরাহ ও গ্রাহক পণ্য উন্নয়ন মন্ত্রী আর পি সোয়াইঁয়ের অভিযোগের জবাবে বিনামূল্যে কোভিড ভ্যাক্সিন সরবরাহ নিয়ে মন্তব্য করেন।
ইতিমধ্যে তামিল নাডু, মধ্য প্রদেশ, অসম ও পুদুচ্চেরি সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়ার ঘোষণা করেছে। এমন ঘোষণা কেন ওড়িশার ক্ষেত্রে করা হল না তাই নিয়ে কেন্দ্রে বিজেপি-র দুই মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রতাপ ষড়ঙ্গীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সোয়াইঁ।
আরও পড়ুন: শাসকের জীবনে ঔদ্ধত্য, মিথ্যাচার ও প্রতিশ্রুতি ভঙ্গের স্থান নেই, দশেরায় শুভেচ্ছাবার্তা সনিয়ার