দু’মাথার বাছুর! হইচই অন্ধ্রে, কৃষকের বাড়িতে উৎসুক জনতার ঢল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: তীব্র চাঞ্চল্য ভেঙ্কটেশ্বরার গ্রামে। রাতারাতি সেলিব্রিটি অন্ধ্রপ্রদেশের কৃষক ভেঙ্কটেশ্বরা রাও। তাঁর বাড়ির মোষ সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু এ যে স্বাভাবিক ব্যাপার! তাতে এত হইচই কেন? আসলে সদ্যোজাত ওই বাছুরের দুটি মাথা রয়েছে। একের পর এক মানুষ আসছেন আশ্চর্য্যজনক এই কাণ্ড চাক্ষুষ করতে।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার রেডিকুডা অঞ্চলের রুদ্রভরম গ্রামে। সেখানেই পরিবারকে সঙ্গে নিয়ে বসতবাড়ি কৃষক ভেঙ্কটেশ্বরা রাওয়ের। এর আগেও তাঁর এই মোষটি আর এক তাজ্জব কাণ্ড ঘটিয়েছিল। সে বার সবুজ রঙের একটি বাছুরের জন্ম দিয়েছিল তাঁর আদরের মহিষ। তখনও বহু মানুষ অদ্ভূত কাণ্ড দেখতে ভিড় করেছিলেন এই কৃষকের বাড়িতে।

আরও পড়ুন: করোনা-আতঙ্কে জঞ্জাল ফেলার গাড়িতে তোলা হল দেহ, যোগী রাজ্যের অমানবিক ঘটনায় নিন্দার ঝড়

তবে পশু চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলও একপ্রকার ধন্দে। কী ভাবে সম্ভব! কী ভাবে একটা মোষ প্রথম বার সবুজ রঙের সন্তান, আর ঠিক তার পরের বার দু’মাথার সন্তানের জন্ম দিতে পারে! বলা যেতে পারে একপ্রকার চক্ষু চড়কগাছ পশু চিকিৎসক থেকে গবেষকদের। কারণ এর আগে দু’মুখো সাপ দেখা গিয়েছে। এই দু’মাথার বাছুরের জন্ম নেওয়ার ঘটনা এ দেশে নজিরবিহীন।

সূত্রের খবর, ওই বাছুরটি বর্তমানে সুস্থ আছে। ডাক্তারেরা জানিয়েছেন যে, বাছুরটি ওজনেও একদিম ঠিকঠাক। এই মুহূর্তে অন্ধ্রের ওই কৃষক ভেঙ্কটেশ্বরার বাড়িতে পৌঁছে গিয়েছেন ডাক্তারদের একটি দল। কী ভাবে এই অবিশ্বাস্য কাণ্ড ঘটতে পারে। তা নিয়েই রিসার্চ করছেন গবেষকরা।

আরও পড়ুন: ৫০ হাজার বছরের পুরনো লেকের জল রাতারাতি পাল্টে হয়ে গেল গোলাপি! মহারাষ্ট্রের এই হ্রদের রহস্য কী?

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest