ইস্তফা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার অশোক লাভাসা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আগামী ৩১ অগস্ট দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এ দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। ফিলিপিন্সের এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-র ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন তিনি। গত ১৫ জুলাই আনুষ্ঠানিক ভাবে সেই ঘোষণা করা হয়।

২০২২ এ তাঁর অবসরের কথা ছিল। সেপ্টেম্বরেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেবার কথা ১৯৮০ এর ব্যাচের এই হরিয়ানা ক্যাডারের।

আরও পড়ুন : যেখানে বাঘের ভয়…আইপিএলের নতুন স্পনসর Dream 11-এও চীনা যোগ, শুরু বিতর্ক

গত লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে বাকি দুই নির্বাচন কমিশনারের মতো ক্লিনচিট দিতে আপত্তি করেছিলেন অশোক লাভাসা। নির্বাচনের পরেই লাভাসার স্ত্রী, ছেলে ও বোনের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ আনে আয়কর দফতর।

বৈদেশিক মুদ্রা আইন ভাঙার অভিযোগে লাভাসার ছেলে আবিরের বিরুদ্ধে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে লাভাসা সততার মূল্য দিতে হচ্ছে বলে সেই সময় মন্তব্য করেছিলেন লাভাসা।

লাভাসা বলেছিলেন , ‘‘সততার মূল্য দিতেই হয়। তার জন্য তৈরি থাকতে হবে। তাতে সরাসরি ব্যক্তিবিশেষের বা পারিপার্শ্বিক ক্ষতি হতে পারে। এ সবই সততারই অঙ্গ।’’

২০২২-এর অক্টোবরে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। তার আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন করানোর কথা ছিল তাঁর। আগামী দু’বছরে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর, গোয়া-সহ আরও বেশ কিছু রাজ্যের নির্বাচনের দায়িত্বও ছিল তাঁর হাতে। কিন্তু গত মাসে আচমকাই এডিবি-র পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ও পাবলিক সেক্টর অপারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর নিযুক্তির কথা জানা যায়।

আরও পড়ুন : শুভশ্রীর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ, টুইটারে জানালেন স্বামী রাজ

Share this:

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest