Bank holidays march 2021: চলতি মাসে ১৩ দিন বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন কোন কোন দিন ছুটি থাকছে

ব্যাঙ্ক ধর্মঘটের কারণে ১৫ এবং ১৬ মার্চ দেশজুড়ে পরিষেবা ব্যাহত হতে পারে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মার্চ মাসে সারা দেশে মোট ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়াও ৯ টি সরকারি ব্যাংক ইউনিয়ন ১৫ ও ১৬ মার্চ দু’দিনের ধর্মঘট ঘোষণা করেছে। সব মিলিয়ে সরকারি ব্যাঙ্কগুলি বন্ধ থাকছে ১৩ দিন ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকছে ১১ দিন। তাই যদি এ মাসে আপনার ব্যাঙ্কে দরকার থাকে, তবে ছুটির দিনগুলি ও ধর্মঘটের বিষয় মাথায় রাখতে হবে।

আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, ৫, ১১, ২২, ২৯ এবং ৩০ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকছে। তবে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও, মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা অব্যাহত থাকবে। অনলাইন লেনদেনের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।

মার্চ মাসে কবে কবে ব্যাঙ্ক ছুটি থাকছে—

১) ৫ মার্চ ২০২১- চাপচের কূট উৎসব পালনের জন্য মিজোরামে ছুটি।

২) ৭ মার্চ – রবিবার।

৩) ১১ মার্চ – মহাশিবরাত্রী।

৪) ১৩ মার্চ – দ্বিতীয় শনিবার।

আরও পড়ুন: লোকদেখানো পাত পেড়ে খাওয়া নয়, বারাণসীতে লঙ্গর-ভোজে সামিল প্রিয়াঙ্কা, বার্তা ‘খাঁটি ধর্মের’

৫) ১৪ মার্চ – রবিবার।

৬) ২১ মার্চ – রবিবার।

৭) ২২ মার্চ – বিহার দিবস।

৮) ২৭ মার্চ – চতুর্থ শনিবার।

৯) ২৮ মার্চ – রবিবার।

১০) ২৯ মার্চ – দোল পূর্ণিমা/ইয়াওসাঙ্গের দ্বিতীয় দিন।

১১) ৩০ মার্চ – হোলি।

তারইমধ্যে ব্যাঙ্ক ধর্মঘটের কারণে ১৫ এবং ১৬ মার্চ দেশজুড়ে পরিষেবা ব্যাহত হতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণের বিরোধিতায় আগামী ১৫ মার্চ থেকে দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাতে সামিল হতে চলেছে একাধিক ব্যাঙ্কের কর্মী ইউনিয়ন।

আরও পড়ুন: নাবালিকা ধর্ষিতাকে বিয়ে করুন, সরকারি চাকরি থেকে যাবে, – ‘প্রস্তাব’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest